Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৭

জীবন বৃত্তান্ত: মো: শহীদুল ইসলাম ভূইয়া

মো: শহীদুল ইসলাম ভূইয়া

সায়েন্টিফিক অফিসার

ফিশারিজ বায়োটেকনোলজি বিভাগ

ইমেইল : sahid.nstu@gmail.com,

           sahid@nib.gov.bd

মোবাইল : ০১৮ ১৯৬৪ ১৭৮৫

 

শিক্ষাগত যোগ্যতা

এম.এস (ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, ২০১৪

বি.এস.সি (ফিশারিজ): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, ২০১২

 

গবেষণা অভিজ্ঞতার ক্ষেত্র

ফিশ ব্রিডিং এন্ড জেনেটিক্স, ফিশ হিস্টোলজি, ফিশ ক্রায়োপ্রিজারভেশন, কনজারভেশন অব ফিশ জেনেটিক্স রিসোর্সেস, বায়োপ্রিজারভেশন অব ড্রায়েড ফিশ।

 

বর্তমান গবেষণা ক্ষেত্র

  1. ডিএনএ বারকোডিং অব মেরিন ফিশেস অব বাংলাদেশ।
  2. ক্রায়োপ্রিজারভেশন পদ্ধতির মাধ্যমে বিলুপ্তপ্রায় ভাঙ্গন মাছের জিন ব্যাংক তৈরি।
  3. ইলিশের বংশগত গঠন অনুসন্ধানের জন্য মাইক্রোস্যাটেলাইট মার্কার উদ্ভাবন।

 

কর্ম অভিজ্ঞতা

  1. ২০১৭‍‍‍~বর্তমানঃ বৈজ্ঞানিক কর্মকর্তা,  ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, গণকবাড়ী, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯, বাংলাদেশ।
  2. ২০১৬: বৈজ্ঞানিক কর্মকর্তা, “Development and Dissemination of Pearl Culture Project” বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই), মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়, বাংলাদেশ।
  3. ২০১৬: Executive, Aqua Division, “Installation of First Indoor Recirculatory Aquaculture System (RAS) in Bangladesh” জ্যাক ইন্টারন্যাশনাল, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
  4. ২০১৪-২০১৫: মৎস্য বিশেষজ্ঞ, “Agriculture and Food Security Program” ব্র্যাক, ৭৫ মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ।
  5. ২০১৩-২০১৪: গবেষণা সহকারী, প্রকল্পের নাম, “Development of breeding and fry rearing techniques of endangered Tengra, Mystus vittatus and Gulsha, Mystus cavasius”  অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা।

 

গবেষণা অনুদান

  1. জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ২০১৩-২০১৪।

 

 


ফিরে যানঃ ফিশারিজ বিভাগের জনবল