Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুলাই ২০২৪

প্রশিক্ষণ কর্পমরিকল্পনা


  ২০২৪-২৫ অর্থ বছরের প্রশিক্ষণ পরিকল্পনা


 

 

অন্যান্য প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য: চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে স্বল্প পরিসরে হাতে কলমে প্রশিক্ষণ যেমন ‘Training on Basic Biotechnology’ এবং ‘Advanced Training on Biotechnology’ ইত্যাদি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

 

স্বল্পমেয়াদি প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি:

প্রশিক্ষণ শিরোনাম: Training on Basic Biotechnology

ব্যাচ সংখ্যা: প্রতি অর্থ বছরে ০৬ টি

আসন সংখ্যা: প্রতি ব্যাচে ২০ জন

যোগ্যতা: বিশ্ববিদ্যালয়ে জীবপ্রযুক্তি বিষয়ে ৪র্থ বর্ষ বা মাস্টার্সে অধ্যয়নরত ছাত্রছাত্রী।

অংশগ্রহন প্রক্রিয়া: অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে।

প্রশিক্ষণ সংক্রান্ত যোগাযোগ

জনাব হাবিবুন নবী ফরহাদ, লাইব্রেরিয়ান ও বিভাগীয় ইনচার্জ এবং কোর্স কোঅর্ডিনেটর

মোবাইল- ০১৭৪০৮৬৫১৯৩, ০১৫৫০৬৯৯৪৭৯ প্রশিক্ষণ বিভাগ, এনআইবি।

 

মধ্যমেয়াদি প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি

প্রশিক্ষণ শিরোনাম: Advanced Training on Biotechnology

ব্যাচ সংখ্যা: প্রতি অর্থ বছরে ০২ টি

আসন সংখ্যা: প্রতি ব্যাচে ১৫ জন

যোগ্যতা:  জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/গবেষক/পেশাজীবী।

অংশগ্রহন প্রক্রিয়া: অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে।

প্রশিক্ষণ সংক্রান্ত যোগাযোগ

জনাব হাবিবুন নবী ফরহাদ, লাইব্রেরিয়ান ও বিভাগীয় ইনচার্জ এবং কোর্স কোঅর্ডিনেটর

মোবাইল- ০১৭৪০৮৬৫১৯৩, ০১৫৫০৬৯৯৪৭৯ প্রশিক্ষণ বিভাগ, এনআইবি।

 

Online Training on Bioinformatics for Biotechnology Research For Students

প্রশিক্ষণের ধরণ: অনলাইন প্রশিক্ষণ

অংশগ্রহণকারীর যোগ্যতা: জীবপ্রযুক্তি/সংশ্লিষ্ট বিষয়ে চতুর্থ বর্ষ/মাষ্টার্স এ অধ্যয়নরত শিক্ষার্থী।

আসন সংখ্যা: প্রতি ব্যাচে ২৫ জন ।

ব্যাপ্তিকাল: ০২ দিন (প্রতিদিন সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা)

রেজিস্ট্রেশন পদ্ধতি: প্রতিটি প্রশিক্ষণ শুরুর সম্ভাব্য তারিখ হতে ০১ মাস পূর্বে অনলাইন রেজিস্ট্রেশন লিংক এনআইবি’র ওয়েব সাইটে উন্মুক্ত থাকবে। নির্ধারিত কোর্সের জন্য নির্ধারিত লিংক এর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন এবং সফলভাবে ফি জমাদান কার্যক্রম সম্পন্নকারি শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ শুরু পূর্বে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার জুম এর আইডি বা জুম লিংক ইমেইলে সরবরাহ করা হবে।

কোর্স শিরোনাম: জীবপ্রযুক্তি/সংশ্লিষ্ট বিষয়ে চতুর্থ বর্ষ/মাষ্টার্স এ অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য নিম্নোক্ত কোর্সসমূহ আয়োজন করা হয়ে থাকে-

ক্রমিক

প্রশিক্ষণ শিরোনাম

রেজিস্ট্রেশন ফি

ব্যাচ সংখ্যা

১.

Bioinformatics for Beginners

1000/-

প্রতি অর্থ বছরে ০১টি শিরোনামে ০১টি করে ৫টি শিরোনামে ০৫টি ব্যাচ আয়োজন করা হয়ে থাকে। প্রশিক্ষণের সম্ভাব্য তারিখ বার্ষিক কর্মপরিকল্পনা অংশে পাওয়া যাবে।

২.

Bioinformatics for Drug Design

1500/-

৩.

R programming for Biological Research

2000/-

৪.

Python programming for Biological Research

2000/-

৫.

Linux and NGS data analysis

2250/-

 

 

প্রশিক্ষণ সংক্রান্ত যোগাযোগ

হাবিবুন নবী ফরহাদ

লাইব্রেরিয়ান ও বিভাগীয় ইনচার্জ

প্রশিক্ষণ বিভাগ

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি

মোবাইল- ০১৫৫০৬৯৯৪৭৯, ০১৭৪০৮৬৫১৯৩,

ইমেইল- hrdnib@gmail.com

 

Online Training on Bioinformatics for Biotechnology Research For Professionals

প্রশিক্ষণের ধরণ: অনলাইন প্রশিক্ষণ

অংশগ্রহণকারীর যোগ্যতা: জীবপ্রযুক্তি/সংশ্লিষ্ট বিষয়ে কর্মরত শিক্ষক, গবেষক, পেশাজীবী।

আসন সংখ্যা: প্রতি ব্যাচে ২০ জন ।

ব্যাপ্তিকাল: ০২ দিন (প্রতিদিন সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা)

রেজিস্ট্রেশন পদ্ধতি: প্রতিটি প্রশিক্ষণ শুরুর সম্ভাব্য তারিখ হতে ০১ মাস পূর্বে অনলাইন রেজিস্ট্রেশন লিংক এনআইবি’র ওয়েব সাইটে উন্মুক্ত থাকবে। নির্ধারিত কোর্সের জন্য নির্ধারিত লিংক এর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন এবং সফলভাবে ফি জমাদান কার্যক্রম সম্পন্নকারি পেশাজীবীদেরকে প্রশিক্ষণ শুরু পূর্বে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার জুম এর আইডি বা জুম লিংক ইমেইলে সরবরাহ করা হবে।

কোর্স শিরোনাম: জীবপ্রযুক্তি/সংশ্লিষ্ট বিষয়ে কর্মরত শিক্ষক, গবেষক, পেশাজীবীগণের জন্য নিম্নোক্ত কোর্সসমূহ আয়োজন করা হয়ে থাকে-

ক্রমিক

প্রশিক্ষণ শিরোনাম

রেজিস্ট্রেশন ফি

ব্যাচ সংখ্যা

১.

Bioinformatics for Beginners

2000/-

প্রতি অর্থ বছরে ০১টি শিরোনামে ০১টি করে ৫টি শিরোনামে ০৫টি ব্যাচ আয়োজন করা হয়ে থাকে। প্রশিক্ষণের সম্ভাব্য তারিখ বার্ষিক কর্মপরিকল্পনা অংশে পাওয়া যাবে।

২.

Bioinformatics for Drug Design

3000/-

৩.

R programming for Biological Research

4000/-

৪.

Python programming for Biological Research

4000/-

৫.

Linux and NGS data analysis

4500/-

 

 

 

প্রশিক্ষণ সংক্রান্ত যোগাযোগ

হাবিবুন নবী ফরহাদ

লাইব্রেরিয়ান ও বিভাগীয় ইনচার্জ

প্রশিক্ষণ বিভাগ

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি

মোবাইল- ০১৫৫০৬৯৯৪৭৯, ০১৭৪০৮৬৫১৯৩,

ইমেইল- hrdnib@gmail.com

 

 


পুরোনো ডকুমেন্টস