দেশে জীবপ্রযুক্তির উন্নয়ন ও মানব কল্যাণে এর প্রয়োগের ক্ষেত্রে উপযুক্ত গবেষণা সুবিধা ও দক্ষ জনবল অন্যতম প্রধান বাধা। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) আধুনিক ভৌত ও অবকাঠামোগত সুযোগসুবিধা ব্যবহার করে দক্ষ বিজ্ঞানীদের মাধ্যমে জীবপ্রযুক্তি সংক্রান্ত বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। পাশাপাশি জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে কর্মরত পেশাজীবি ও বিভিন্ন কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। এছাড়াও মাস্টার্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের থিসিসের গবেষণা কার্যক্রম পরিচালনারও সুযোগ প্রদান করে থাক। উপরোল্লিখিত কার্যক্রমের পাশাপাশি এনআইবি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ইন্টার্নশিপ এর সুযোগ দিয়ে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীগণ জীবপ্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন কলাকৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভের পাশাপাশি এনআইবি-তে চলমান বিভিন্ন গবেষণা কার্যক্রমে অংশগ্রহনের প্রত্যক্ষ সুযোগ লাভ করে। ইন্টার্নশিপে অংশগ্রহনের জন্য নিম্নোক্ত শর্তাবলী সংশ্লিষ্ট সকলের জন্য অনুসরণ করা আবশ্যক।
আগ্রহী ছাত্র-ছাত্রীর যোগ্যতা ও নিয়মাবলী
১. ইন্টার্নশিপের মেয়াদ হবে ৩ সপ্তাহ।
২. আগ্রহী ছাত্র/ছাত্রীকে স্নাতক শেষ বর্ষ বা মাস্টার্সে অধ্যয়নরত হতে হবে।
৩. অংশগ্রহন বাবদ জনপ্রতি ২০০০/- টাকা ফি (ব্যাংক ড্রাফট মহাপরিচালক, এনআইবি, উত্তরা ব্যাংক, ইপিজেড শাখা এর অনুকূলে) প্রদান করতে হবে। এছাড়া সার্টিফিকেটের জন্য অতিরিক্ত ১০০০/- টাকা ফি প্রদান করতে হবে।
৪. সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রীকে নিজ দায়িত্বে থাকার ব্যবস্থা করতে হবে। এনআইবিতে থাকার কোন ব্যবস্থা নেই।
৫. খাওয়ার ব্যবস্থা আছে, তবে সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রীকে সমূদয় খরচ বহন করতে হবে।
৫. ইন্টার্নশিপের যাবতীয় আয়োজন এনআইবি’র সংশ্লিষ্ট বিভাগ/বিভাগসমূহ সম্পন্ন করবে। এজন্য সুনির্দিষ্টভাবে কোন সুপারভাইজার নিযুক্ত করা হবে না।
৬. কোন বিশ্ববিদ্যালয়ের কোনো একটি বিভাগ থেকে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ২ জন ছাত্র-ছাত্রী ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
যোগাযোগ পদ্ধতি
ধাপ-১: এনআইবি’র প্রশিক্ষণ বিভাগের সাথে যোগাযোগ (hrdnib@gmail.com) করে ইন্টার্নশিপের সুযোগ আছে কিনা সে সম্পর্কে জেনে নিতে হবে।
ধাপ-২: সুযোগ থাকলে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান এনআইবি’র মহাপরিচালক বরাবর লেটার হেড প্যাডে একটি পত্র প্রেরণ করবেন। সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রী যে বিষয়ে ইন্টার্নশিপ করতে আগ্রহী (এনআইবি’র এক বা একাধিক বিভাগ/সকল বিভাগের কার্যক্রম) সে বিষয়টি পত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। একই সাথে অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীকে একটি আবেদনপত্র পূরণ করতে হবে।
ধাপ-৩: অনুমোদিত হলে নির্ধারিত তারিখ হতে সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রী ইন্টার্ণশিপে অংশ গ্রহণ করতে পারবে।
যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে (সেট)
১. ছাত্র/ছাত্রী কর্তৃক পূরণীয় নির্ধারিত আবেদন পত্র (ডাউনলোড করতে এখানে ক্লিক করুন)
২. এনআইবি’র মহাপরিচালক বরাবর লেখা বিভাগীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত কভার লেটার (নমুনা কভার লেটার ডাউনলোড এখানে ক্লিক করুন)
আবেদনপত্র পূরণের নির্দেশনা
আবেদন পত্রটি A4 সাইজের এক পৃষ্ঠায় প্রিন্ট করতে হবে। এটি বাংলা Nikosh ফন্ট ব্যবহার করে তৈরী করা হয়েছে। যথাযথভাবে দৃশ্যমান হবার জন্য কম্পিউটারে Nikosh ফন্ট ইন্সটলড থাকা দরকার। Nikosh ফন্টটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। প্রয়োজনে প্রশিক্ষণ বিভাগের সাথে পরামর্শ করা যেতে পারে।
প্রাসঙ্গিক পাতা
স্বল্প-মেয়াদী প্রশিক্ষণের সুযোগ সংক্রান্ত তথ্য
মাষ্টার্স ও পিএইচডি পর্যায়ে থিসিসের সুযোগ সংক্রান্ত তথ্য