এম এম কামাল হোসেন বৈজ্ঞানিক কর্মকর্তা এনিমেল বায়োটেকনোলজি বিভাগ ইমেইল : kamal.btge@gmail.com, মোবাইল : ০১৭২৩-৫১৮৫০৪
|
শিক্ষাগত যোগ্যতা
এমএসসি (বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং): ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ২০১৪।
বিএসসি (বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং): ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ২০১২।
গবেষণা অভিজ্ঞতা:
এনিমেল বায়োলজি, মলিকুলার বায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেল কালচার, মার্কার সনাক্তকরণ ইত্যাদি।
বর্তমান গবেষণা ক্ষেত্র:
১. দেশী হাঁসের জেনেটিক বৈচিত্র্য পর্যবেক্ষণ।
২. ব্ল্যাক বেঙ্গল ছাগলের আন্ত্রিক কৃমি সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিকারী বৈশিষ্ট্যের উন্নয়নের জন্য SNP মার্কার উদ্ভাবন করা।
৩. ব্ল্যাক বেঙ্গল ছাগলের উৎপাদন, পুনঃউৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিকারী বৈশিষ্ট্যের উন্নয়নের জন্য জেনেটিক মার্কার উদ্ভাবন করা।
৪. বাংলাদেশে প্রাপ্ত এলোভেরার রাণীক্ষেত রোগের ভাইরাস বিরোধী কার্যকারিতা পরীক্ষা।
৫. ডিএনএ বারকোডিং।
কর্ম অভিজ্ঞতা:
ডিসেম্বর ২০১৪- বর্তমানঃ বৈজ্ঞানিক কর্মকর্তা, এনিমেল বায়োটেকনোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি গণকবাড়ী, আশুলিয়া, সাভার, ঢাকা -১৩৪৯।
ডিসেম্বর ২০১৩-জুন ২০১৪ (থিসিস) “Studies on candidate genes associate with litter size (Prolificacy) in Black Bengal Goat” এই গবেষণাটি এনআইবি-তে সম্পন্ন হয়েছে।
বৈজ্ঞানিক প্রবন্ধ
Nag, M., Rahman, M.M., Bhuyan, A.A., Hossain, M.M.K., Alim, M.A., Islam, M.S., Akter, M.R., Hasan, M., and Alam, J. (2015). Avian Influenza Resistant Gene (Mx) and Its Diversity in Chicken and Duck. International Journal of Animal Biology 1, 78-85.