Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুলাই ২০১৫

ক্রায়োপ্রিজারভেশন পদ্ধতির মাধ্যমে বিলুপ্তপ্রায় মাছের জীন ব্যাংক তৈরি

সময়: জুলাই ২০১৪-জুন ২০২০

অর্থায়নঃ ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি

বৈচিত্রপূর্ণ মৎস্য সম্পদে ভরপুর আমাদের বাংলাদেশ। আমাদের দেশে প্রায় ৪৭৫ টি সামুদ্রিক ও ২৬৫ টি স্বাদুপানির মাছ আছে। বর্তমানে ৫৪ টি স্বাদুপানির মাছ বিপন্ন অবস্থায় আছে। ক্রায়োপ্রিজারভেশন পদ্ধতিতে জীন ব্যাংক তৈরির মাধ্যমে বিপন্ন প্রজাতির মাছের সংরক্ষণ একটি কার্যকরী পদক্ষেপ। ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে মাছের শুক্রানু বছরের পর বছর সংরক্ষণ করে রাখা যায়। মাছের প্রজনন মৌসুমে যখন প্রজননক্ষম পুরুষ মাছ পাওয়া যায় না অথবা সক্রিয় শুক্রানু তৈরি করতে পারে না তখন জীন ব্যাংক থেকে ক্রায়োপ্রিজারভেশনকৃত শুক্রানু নিয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে মাছের পোনা তৈরি করা যায়।

 

চলমান কার্যক্রম 

১. মাছ থেকে শুক্রানু সংগ্রহ, সক্রিয়তা পর্যবেক্ষন, তরল  নাইট্রোজেনে সংরক্ষন

২. মাছের কৃত্রিম প্রজনন

 

 


ফিরে যানঃ ফিশারিজ বায়োটেকনোলজি বিভাগের প্রকল্প                                                                                  ফিরে যানঃ এনআইবি'র গবেষণা প্রকল্প তালিকা