Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ডিসেম্বর ২০২৩

অনলাইন রেজিস্ট্রেশন

এনআইবি’র ২০২৩-২৪ অর্থবছরের জীবপ্রযুক্তি বিষয়ে সময়াবদ্ধ প্রশিক্ষণ কর্মপরিকল্পনা এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য

প্রশিক্ষণে অংশগ্রহণের লক্ষ্যে পাতার সকল তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগসহকারে পড়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হল। এই পাতার সকল তথ্য ভালোভাবে পড়ে শেষ করলে এই পাতার শেষ অংশে রেজিস্ট্রেশন লিংক পাওয়া যাবে।

     প্রশিক্ষণের ধরণ: অনলাইন প্রশিক্ষণ

     কোর্সের মেয়াদ: ২ দিন (প্রতিদিন সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা)

অংশগ্রহণকারীর যোগ্যতা: বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/গবেষক/পেশাজীবীগণ এবং বিশ্ববিদ্যালয়ে জীবপ্রযুক্তি/সংশ্লিষ্ট বিষয়ে ৪র্থ বর্ষ/মাস্টার্সে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেত পারবেন।

রেজিস্ট্রেশন পদ্ধতি: এনআইবি’র ওয়েবসাইট (www.nib.gov.bd) এ নির্ধারিত প্রশিক্ষণের জন্য নির্ধারিত লিংকে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

কোর্স ফি: কোর্স পরিকল্পনা অনুয়ায়ি নির্ধারিত প্রশিক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে।

ফি জমাদান পদ্ধতি: সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে A/C No. 4447902000771, Account Name: NATIONAL INSTITUTE OF BIOTECHNOLOGY (INCOME), Sonali Bank Limited, Dhaka EPZ (200261094), Dhaka বরাবর প্রশিক্ষণ ফি বাবদ নির্ধারিত টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকে প্রশিক্ষণ ফি বাবদ নির্ধারিত টাকা জমা প্রদান পূর্বক জমা রশিদের মূল কপি স্ক্যান (JPG / JEPG) করে (স্ক্যান কপির JPG/ JEPG ফাইল এর নাম হবে আবেদনকারির নামে) রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনকারির নাম, মোবাইল নম্বর, বিভাগ, বিশ্ববিদ্যালয়ের নাম, ঠিকানা সহ hrdnib@gmail.com ইমেইলে প্ররণ করতে হবে। কোন পে অর্ডার/ব্যাংক ড্রাফট/পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।

ব্যাংকে টাকা জমাদানের পর টাকা জমা রশিদের কপি স্ক্যান করে আবশ্যিকভাবে ইমেইলে (hrdnib@gmail.com) প্রেরণ করতে হবে। টাকা জমা রশীদের মূল কপি স্ক্যান করে ইমেইলে প্রেরণরে সময় ইমেইলের Subject নিম্নরুপ উদাহরণ অনুসরণ করে লিখতে হবে- (ইমেইলের Subject: Full Name of the trainee, Training fee submission completed for (Training Name).

সোনালী ব্যাংকের জমা রশিদের স্ক্যান কপি (মূল) প্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণ শুরুর পূর্বে ভিডিও কনফারেন্সিং সফটওয়ার zoom এর আইডি, পাসওয়ার্ড অথবা জুম লিংক ইমেইলে প্রদান করা হবে।

  • প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ইমেইলে প্রদান করা হবে।

 

জীবপ্রযুক্তি/সংশ্লিষ্ট বিষয়ে ৪র্থ বর্ষ/মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য।

ক্র.

প্রশিক্ষণ শিরোনাম

সম্ভাব্য তারিখ*

রেজিস্ট্রেশন ফি

রেজিস্ট্রেশন ফি জমাদানের শুরুর তারিখ

রেজিস্ট্রেশন ও ফি জমাদানের শেষ তারিখ

Link for Registration

১.

Bioinformatics for Beginners

২১ – ২২ আগস্ট, ২০২৩

1000/-

১৯ জুলাই ২০২৩

১০ আগস্ট ২০২৩

https://forms.gle/w3Xx9dzyWCvv419bA

প্রশিক্ষণ সমাপ্ত

২.

Bioinformatics for Drug Design

১৮ – ১৯ সেপ্টেম্বর, ২০২৩

1500/-

১০ আগস্ট ২০২৩

০৭ সেপ্টেম্বর ২০২৩

https://forms.gle/heHAkib1eZYFYCqC8

প্রশিক্ষণ সমাপ্ত

৩.

R programming for Biological Research

১৬ – ১৭ অক্টোবর, ২০২৩

2000/-

০৭ সেপ্টেম্বর ২০২৩

০৫ অক্টোবর ২০২৩

https://forms.gle/n3YKiYRBjKtZz7PJ6

প্রশিক্ষণ সমাপ্ত

৪.

Python programming for Biological Research

১৩ – ১৪ নভেম্বর, ২০২৩

2000/-

০৫ অক্টোবর ২০২৩

০৭ নভেম্বর ২০২৩

https://forms.gle/CGq6vnLA2kqc6bEM7

প্রশিক্ষণ সমাপ্ত

৫.

Linux and NGS data analysis

২২ – ২৩ জানুয়ারি ২০২৪

2250/-

২১ ডিসেম্বর ২০২৩

০৯ জানুয়ারি ২০২৪

 (বিকাল ৪.০০ টা)

https://forms.gle/t1sfKsEmeiHRpXNDA

লিংকটি কাজ না করলে, লিংকটি কপি করে সার্চ বারে পেস্ট করে সার্চ দিন। রেজিস্ট্রেশন ফরম চলে আসবে।

 

* সরকারি ছুটি বা অন্য কোন বিশেষ কারণে প্রশিক্ষণের তারিখ পরিবর্তন হতে পারে।

 

জীবপ্রযুক্তি/সংশ্লিষ্ট বিষয়ে কর্মরত শিক্ষক, গবেষক, পেশাজীবীগণের জন্য

ক্র.

প্রশিক্ষণ শিরোনাম

সম্ভাব্য তারিখ*

রেজিস্ট্রেশন ফি

রেজিস্ট্রেশন ফি জমাদানের শুরুর তারিখ

রেজিস্ট্রেশন ও ফি জমাদানের শেষ তারিখ

Link for Registration

১.

Bioinformatics for Beginners

২৩ – ২৪ আগস্ট, ২০২৩

2000/-

১৯ জুলাই ২০২৩

১৩ আগস্ট ২০২৩

https://forms.gle/w3Xx9dzyWCvv419bA

প্রশিক্ষণ সমাপ্ত

২.

Bioinformatics for Drug Design

২০ – ২১ সেপ্টেম্বর, ২০২৩

3000/-

১০ আগস্ট ২০২৩

১০ সেপ্টেম্বর ২০২৩

https://forms.gle/heHAkib1eZYFYCqC8

প্রশিক্ষণ সমাপ্ত

৩.

R programming for Biological Research

১৮ – ১৯ অক্টোবর, ২০২৩

4000/-

০৭ সেপ্টেম্বর ২০২৩

০৮ অক্টোবর ২০২৩

https://forms.gle/n3YKiYRBjKtZz7PJ6

প্রশিক্ষণ সমাপ্ত

৪.

Python programming for Biological Research

১৫ – ১৬ নভেম্বর, ২০২৩

4000/-

০৫ অক্টোবর ২০২৩

০৯ নভেম্বর ২০২৩

https://forms.gle/CGq6vnLA2kqc6bEM7

প্রশিক্ষণ সমাপ্ত

৫.

Linux and NGS data analysis

২৪ – ২৫ জানুয়ারি ২০২৪

4500/-

২১ ডিসেম্বর ২০২৩

০৯ জানুয়ারি ২০২৪

(বিকাল ৪.০০ টা)

https://forms.gle/t1sfKsEmeiHRpXNDA

লিংকটি কাজ না করলে, লিংকটি কপি করে সার্চ বারে পেস্ট করে সার্চ দিন। রেজিস্ট্রেশন ফরম চলে আসবে।

 
 

যোগাযোগ

 

জনাব মোহাম্মদ উজজ্জ্বল হোসেন

বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় ইনচার্জ

বায়োইনফরমেটিক্স বিভাগ, এনআইবি।

মোবাইল-০১৩০৩১৬৬২১৮

ইমেইল- bioinformatics.division.nib.gov.bd@gmail.com

জনাব হাবিবুন নবী ফরহাদ

লাইব্রেরিয়ান ও বিভাগীয় ইনচার্জ

প্রশিক্ষণ বিভাগ

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি

মোবাইল- ০১৫৫০-৬৯৯৪৭৯,

ইমেইল- hrdnib@gmail.com

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon