Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ অক্টোবর ২০১৯

জাতীয় জীবপ্রযুক্তি মেলা-২০১৯

 

জাতীয় জীবপ্রযুক্তি মেলা-২০১৯

১৮-১৯ অক্টোবর, ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার, ঢাকা


 

নীচের লিংকগুলিতে মেলার সংশ্লিষ্ট বিষয়গুলির তথ্য পাওয়া যাবে

enlightenedমেলায় স্টল বরাদ্দ

enlightenedপোস্টার ডিজাইন প্রতিযোগিতা

enlightenedথ্রি মিনিটস থিসিস প্রেজেন্টেশন (3MT)

enlightenedমেলার অনুষ্ঠান সূচী

enlightenedডাউনলোড (মেলার বিভিন্ন সামগ্রী)

enlightenedফটোগ্যালারি

enlightenedকৃতজ্ঞতা স্বীকার

 


স্টল বরাদ্দ


মেলায় জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান স্টলে তাদের প্রদর্শনীবস্তু ও তথ্যাদি উপস্থাপন করতে পারবেন। লিফলেট, ব্রশিউর, পোস্টার, পণ্য (যেমন: টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত চারা, শিল্পে ব্যবহৃত বিভিন্ন ধরনের বায়োকেমিক্যালস, প্রোবায়োটিকস, ফিশ ফিড, এনিমেল ফিড, জীবপ্রযুক্তির মাধ্যমে উৎপাদিত খাদ্য ও পানীয়, ডায়াগনস্টিক কীট, ঔষধ, প্রতিষেধক, ইত্যাদি), জীবপ্রযুক্তি গবেষণায় ব্যবহৃত যন্ত্রপাতি (ছোট আকৃতির), কেমিক্যালস ও ব্যবহার্য সামগ্রী, পুস্তক, জীবপ্রযুক্তির সাথে সংশ্লিষ্ট সেবা প্রদান ইত্যাদি বিষয়ে প্রচারণা ও প্রদর্শন করা যাবে। 

 

মেলায় ১টি প্রিফেব্রিকেটেড স্টল (৮ ফুট × ৮ ফুট), ১টি টেবিল, ২টি চেয়ার, বৈদ্যুতিক সংযোগ, লাইট, ওয়েস্ট বিন মেলা আয়োজকদের পক্ষ হতে সরবরাহ করা হবে। এ জন্য কোন ফি প্রদান করতে হবে না।

 

স্টলের মধ্যে অভ্যন্তরীণ সাজসজ্জা নিজ দায়িত্বে করতে হবে। একটি প্রতিষ্ঠান এর জন্য একটি স্টল বরাদ্দ করা হবে। তবে একের অধিক স্টল দরকার হলে আয়োজনকারী কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।

 

স্টল প্রাপ্তির আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 

পূরণকৃত ফরম প্রেরণের ঠিকানা: stallbtfair@gmail.com

 

স্টল বরাদ্দের ফরম পূরণপূর্বক প্রেরণের সর্বশেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর

 

সার্বিক যোগাযোগ:

জনাব সজীব দে, সহকারী প্রকৌশলী, এনআইবি, মোবাইল: ০১৯৬২-৮০৯০৫০

জনাব মো: রুবেল মোল্লা, সহকারী প্রকৌশলী, জাতীয় জীন ব্যাংক প্রকল্প, মোবাইল: ০১৬৭১-৪০৪০৪১

 

Back to top

Back to Fair home

 

 


পোস্টার ডিজাইন প্রতিযোগিতা


জীবপ্রযুক্তি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যেকোন বাংলা ডায়ালগসহ পোস্টার ডিজাইন করতে হবে। ডায়ালগ এর সাথে সংশ্লিষ্ট ছবি, কার্টুন, ইত্যাদি ব্যবহার করা যাবে। গ্রাফিক্স ডিজাইন, হাতে অঙ্কিত অথবা কাগজ কেটে যেকোন ভাবে পোস্টার প্রস্তুত করা যাবে।

 

পোস্টার সাইজ:  উচ্চতা- ৩০ইঞ্চি এবং চওড়া- ২০ ইঞ্চি

 

অংশগ্রহণকারী: জীবপ্রযুক্তি বিষয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রী

 

বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার, ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান করা হবে। এছাড়া চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সাটিফিকেট প্রদান করা হবে।

 

পোস্টার এর চুড়ান্ত নমুনা প্রেরণের সর্বশেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০১৯

 

পোস্টার এর চুড়ান্ত নমুনা প্রেরণের ঠিকানা: posternib@gmail.com

 

যোগাযোগ

মোহাম্মদ উজ্জ্বল হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা, এনআইবি

মোবাইল: ০১৭৭২-৮৫৭২৮৯

 

 

বিস্তারিত তথ্যের জন্য ডাউনলোডঃ (১) Registration form (২) Poster design competetion information

 

পোষ্টার প্রতিযোগিতায় প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা (ডাউনলোড)

 

Back to top

Back to Fair home

 

 

 


থ্রি মিনিটস থিসিস প্রেজেন্টেশন


What is it?

3MT (Three Minute Thesis) is a research communication competition where participants will have three minutes to present a compelling oration on their thesis topic and its significance. 3MT is not an exercise in trivialising or ‘dumbing-down’ research, but challenges students to consolidate their ideas and research discoveries so they can be presented concisely to a non-specialist audience.

 

বিস্তারিত তথ্যের জন্য ডাউনলোডঃ 3MT_Guideline & Registration form_2019

 

Back to top

Back to Fair home

 

 

 

 


মেলার অনুষ্ঠান সূচী


 

১৮ অক্টোবর ২০১৯ (শুক্রবার)

৯.৩০ - ১০.৩০  :   র‌্যালি

১০.৩০ - ১১.৩০:   উদ্বোধনী অনুষ্ঠান 

২.৩০ - ৪.০০    :   জনসচেতনতামূলক পোস্টার ডিজাইন প্রতিযোগিতা

৪.০০ - ৫.০০    :   সাংস্কৃতিক অনুষ্ঠান

 

উদ্বোধনী অনুষ্ঠান

১৮ অক্টোবর ২০১৯, সকাল ১০.৩০টা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বিজয় সরণি, ঢাকা

 

১০.৩০- ১০.৩৫      :     অতিথিবৃন্দের আসন গ্রহণ  

১০.৩৫- ১০.৪৫      :     পবিত্র ধর্মগ্রন্থ হতে পাঠ

১০.৪৫- ১১.০০       :     স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপনা, বিষয়: টেকসই উন্নয়নে জীবপ্রযুক্তি, ড. মো. সলিমুল্লাহ, মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি

১১.০০- ১১.১০       :     বিশেষ অতিথির বক্তব্য, জনাব মোঃ নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়

১১.১০- ১১.২৫       :     প্রধান অতিথির বক্তব্য, স্থপতি ইয়াফেস ওসমান, মাননীয় মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

১১.২৫- ১১.৩০       :     সভাপতির বক্তব্য, জনাব মোঃ আনোয়ার হোসেন, সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

 

 

 

১৯ অক্টোবর ২০১৯ (শনিবার)

৯.৩০ - ১১.৩০  :   জীবপ্রযুক্তি বিষয়ে জনপ্রিয় উপস্থাপনা (প্রথম পর্ব)

১১.৩০ - ১.০০   :   গবেষণা থিসিস ৩ মিনিটে উপস্থাপন প্রতিযোগিতা

২.০০ - ৩.৩০   :   জীবপ্রযুক্তি বিষয়ে জনপ্রিয় উপস্থাপনা (দ্বিতীয় পর্ব)

৪.০০- ৫.০০     :   সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

 

 

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৯ অক্টোবর ২০১৯, বিকাল ৪টা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বিজয় সরণি, ঢাকা

 

৪.০০- ৪.০৫     :     অতিথিবৃন্দের আসন গ্রহণ

৪.০৫- ৪.১০     :     পবিত্র ধর্মগ্রন্থ হতে পাঠ

৪.১০- ৪.১৫      :     ধন্যবাদ জ্ঞাপন, ড. মো. সলিমুল্লাহ, মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি

৪.১৫- ৪.২৫      :    বিশেষ অতিথির বক্তব্য, জনাব মোঃ আসাদুল ইসলাম, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

৪:২৫- ৪.৪৫     :     পুরস্কার বিতরণ

৪:৪৫- ৪.৫৫     :     প্রধান অতিথির বক্তব্য, জনাব মোঃ আবুল কালাম আজাদ, মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক), প্রধানমন্ত্রীর কার্যালয়

৪.৫৫- ৫.০০      :   সভাপতির বক্তব্য, জনাব মোঃ আনোয়ার হোসেন, সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

 

 

প্রতিদিন ৯.০০ - ৫.০০ পর্যন্ত স্টলে জীবপ্রযুক্তিভিত্তিক কার্যক্রম প্রদশর্নী
 

 

 

Back to top

Back to Fair home

 

 

 

 

 


ডাউনলোড


১. মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র

 

২. মেলার সমাপনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র

 

৩. মেলার স্মরণিকা (মধ্যম মানের পিডিএফ ফাইল, ১৮ এম.বি.)  coolবিকল্প ডাউনলোডঃ উচ্চমানের পিডিএফ (১৩৮ এম.বি.)

 

 

 

Back to top

Back to Fair home

 

 

 


ফটোগ্যালারি


মেলার ফটোগ্যালারি

 

মেলার প্রথম দিনের ছবির গ্যালারি

 

মেলার দ্বিতীয় দিনের ছবির গ্যালারি

 

►More pictures: coming soon

 

 

 

Back to top

Back to Fair home

 

 

 

 


কৃতজ্ঞতা স্বীকার


◊বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (ভেন্যু) ◊বাংলাদেশ পরমানু শক্তি কমিশন (জরুরি চিকিৎসা সেবা)

◊অংশগ্রহণকারী প্রতিষ্ঠানঃ ◊বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট ◊বাংলাদেশ পরমানু শক্তি কমিশন ◊বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ  ◊জীবপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ◊বায়োটেকনোলজি বিভাগ,বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ◊বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ◊বায়োটেকনোলজি বিভাগ, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট ◊সাইটোজেনেটিক্স শাখা, জেনেটিক রিসোর্সেস এন্ড সীড বিভাগ, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ◊বায়োটেকনোলজি বিভাগ, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ◊সিলভিকালচার জেনেটিক্স বিভাগ, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ◊ইনস্টিটিউট ফর ডেভেলপিং সাইন্স এন্ড হেলথ ইনিশীয়েটিভ (আইদেশী) ◊হেলদিয়ার রাইস প্রোগ্রাম, আন্তর্জাতিক ধান গবেষণা  ইনস্টিটিউট (ইরি) ◊জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ◊ উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ◊বায়োটেকনোলজি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ◊ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ◊জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ◊বায়োটেকনোলজি  এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং  বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ◊বায়োটেকনোলজি  এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং  ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয় ◊বায়োটেকনোলজি  এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং  বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় ◊ইন্সটিটিউট অব  বায়োটেকনোলজি  এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ◊বায়োটেকনোলজি  এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং  বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ◊বায়োটেকনোলজি বিভাগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ◊জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ◊বায়োটেকনোলজি  এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং  বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ◊চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ◊বায়োটেকনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ◊জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ◊বায়োটেকনোলজি  এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং  বিভাগ, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অলটারনেটিভস ◊জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ◊বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, গণ বিশ্ববিদ্যালয় ◊বায়োকেমেস্ট্রি এন্ড বায়োটেকনোলজি বিভাগ, ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম ◊ডিপার্টমেন্ট অব বায়োইনফরমেটিক্স এন্ড ম্যাথ প্রোগ্রাম, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ◊বায়োকেমেস্ট্রি এন্ড বাইয়োটেকনোলজি বিভাগ, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ◊জেনেটিক্স এন্ড মলিকুলার বায়োলোজি ল্যাব, প্রাণিবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ◊ফিশারিজ শাখা প্রাণিবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ◊বায়োটেকনোলজি  এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ,  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ◊উদ্ভিদ, খাদ্য, অণুজীব, কীট জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগ, ◊বাংলাদেশ বায়োইনফরমেটিক্স এন্ড কম্পিউটেশনাল বায়োলজি এসোসিয়েশন (BBCBA), স্ট্যাটিসটিক্স বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ◊নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট (NYBB) ◊বাংলাদেশ এসোসিয়েশন অব বায়োটেকনোলজি গ্র্যাজুয়েট (BABG) বায়োটেকনোলজি  এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং  বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ◊বাংলাদেশ বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি সোসাইটি (BBBS) ◊সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ◊ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ◊বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ◊বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ◊বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউট ◊পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ◊বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর ◊জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ◊বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) ◊বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার ◊বাংলাদেশ পরমাণু  শক্তি  নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ◊লালতীর সীড লিমিটেড ◊নিম অর্গানিক লিমিটেড ◊সিদ্দিকস সীডস ◊ডিএনএ সল্যুশন লিমিটেড ◊লাইফ সায়েন্স ডিভিশন, ওভারসিস মার্কেটিং কর্পোরেশন ◊বায়োটেক মেশিনারী, ডায়ামেড ◊এসকো লাইফ সায়েন্স প্রা. লি. ◊লাইফ সায়েন্স, ইনভেন্ট টেকনোলজিস লি: ◊লাইফ সায়েন্স ডিভিশন, টেকনোওয়ার্থ এসোসিয়েটস লিমিটেড ◊বায়োটেক কনসার্ন ◊লাইফ সায়েন্স ডিভিশন, ন্যানোটেক কর্পোরেশন ◊Next Gen Informatics Ltd ◊ নাফেও ট্রেডার্স

 

 

Back to top

Back to Fair home

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon