ডিএনএ অনুতে নিউক্লিওটাইডগুলির সুনির্দিষ্ট ক্রমবিন্যাস জানা মলিকুলার বায়োলজি গবেষণার একটি অন্যতম প্রয়োজনীয় দিক। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি দেশের গবেষক, শিক্ষক ও থিসিস শিক্ষার্থীদের গবেষণাকে তরান্বিত করতে এই ডিএনএ সিকোয়েন্সিং সেবা প্রদান শুরু করেছে। এজন্য যথাযথভাবে পূরণকৃত আবেদন ফরম ও নমুনা পাঠানোর পাশাপাশি নির্ধারিত মূল্য পরিশোধ করতে হয় ।
ডিএনএ সিকোয়েন্সিং সেবা প্রদান বিষয়ক লিফলেট
নমুনা গ্রহণ
ডিএনএ সিকোয়েন্সিং এর জন্য দুই ধরণের নমুনা গ্রহণ করা হয়
(ক) পিসিআর প্রোডাক্ট, আনপিউরিফাইড (পিসিআর প্রোডাক্টের জেল ইমেজসহ)
(খ) পিউরিফাইড পিসিআর প্রোডাক্ট (পিউরিফাইড পিসিআর প্রোডাক্টের জেল ইমেজসহ)।
ফি
(ক) পিসিআর প্রোডাক্ট, আনপিউরিফাইড
১। ১টি প্রাইমার (ফরোয়ার্ড/রিভার্স) ব্যবহার করে সিকোয়েন্সিং: ১০০০ টাকা
২। ২টি প্রাইমার (ফরোয়ার্ড এবং রিভার্স) ব্যবহার করে সিকোয়েন্সিং: ১৮০০ টাকা।
(খ) পিউরিফাইড পিসিআর প্রোডাক্ট
১। ১টি প্রাইমার (ফরোয়ার্ড/রিভার্স) ব্যবহার করে সিকোয়েন্সিং: ৮০০ টাকা
২। ২টি প্রাইমার (ফরোয়ার্ড এবং রিভার্স) ব্যবহার করে সিকোয়েন্সিং: ১৬০০ টাকা।
ডিএনএ সিকোয়েন্সিং এর ফলাফল প্রদান
পিসিআর নমুনা গ্রহণ থেকে শুরু করে সাইকেল সিকোয়েন্সিং, ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস ও ডেটা এনালাইসিস ইত্যাদি ধাপসমূহ অতিক্রম করে ডিএনএ সিকোয়েন্সিং এর ফলাফল প্রদান করতে সর্বোচ্চ ১০ দিন সময় নেয়া হয়ে থাকে। ফলাফম ইমেইলের মাধ্যমে অথবা সিডিতে করে পাঠানো হয়। সিডিতে পাঠানোর ক্ষেত্রে গ্রাহককে একটি ব্ল্যাংক সিডি আনতে হবে। উল্লেখ করা প্রয়োজন যে কোনো ইউএসবি স্টোরেজ ডিভাইসে (পেন ড্রাইভ, মেমরি কার্ড, পোর্টেবল হার্ড ডিস্ক) ডেটা সরবরাহ করা হয় না।
১. ডিএনএ সিকোয়েন্সিং এর চাহিদা ফরম (Word Version) ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
২. ডিএনএ সিকোয়েন্সিং এর চাহিদা ফরম (Word Version) ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (কেবল এনআইবি'র বিজ্ঞানীদের জন্য)
যোগাযোগ
কেশব চন্দ্র দাস
পদবী: মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান
অফিস: মলিকিউলার বায়োটেকনোলজি বিভাগ
ই-মেইল: <keshob@nib.gov.bd>, <keshob@gmail.com>
ফোন (অফিস): +৮৮০২৭৭৮৮৪৪৩
মোবাইল: +৮৮০১৭১২৬৮৭২৮৭