প্রশিক্ষণ হোম | প্রশিক্ষণের ধরণ | প্রশিক্ষণের সুফল | যেভাবে সুযোগ পাবেন | এনআইবি পরিদর্শন | জনসচেতনতা | অর্জন | যোগাযোগ |
কেবল আমন্ত্রিত ছাত্র/ছাত্রী ও পেশাজীবীদের প্রশিক্ষণের সুযোগ প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের মাধ্যমে আপনাকে রেজিষ্ট্রেশনের জন্য নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।
আপনি আপনার বিভাগ/সংস্থা/প্রতিষ্ঠান কে এনআইবি’র প্রশিক্ষণ সংক্রান্ত আমন্ত্রণ পত্র প্রেরণের তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য অনুরোধ করতে পারেন। এজন্য বিভাগ/সংস্থা/প্রতিষ্ঠান প্রধানকে এনআইবি’র মহাপরিচালক বরাবর (dgnibbd@gmail.com) একটি দাপ্তরিক পত্র প্রেরণ করতে হবে। অনুমোদিত হওয়ার পর এনআইবিতে যখন প্রশিক্ষণ অয়োজন করা হবে, তখন ঐ বিভাগ/সংস্থা/প্রতিষ্ঠানে আমন্ত্রন পত্র প্রেরণ করা হবে। উক্ত আমন্ত্রণ পত্রের সহিত নির্দেশনা মোতাবেক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।