প্রশিক্ষণ হোম | প্রশিক্ষণের ধরণ | প্রশিক্ষণের সুফল | যেভাবে সুযোগ পাবেন | এনআইবি পরিদর্শন | জনসচেতনতা | অর্জন | যোগাযোগ |
এনআইবিতে জীবপ্রযুক্তি বিষয়ে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সকল গবেষণা কর্মকাণ্ড ও বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য এনআইবি পরিদর্শনের সুযোগ রয়েছে। এনআইবি’র গবেষণাগার পরিদর্শন করতে হলে পুর্বানুমতি নিতে হবে। এজন্য আগ্রহী প্রতিষ্ঠানের বিভাগীয়/প্রতিষ্ঠান প্রধানকে মহাপরিচালক, এনআইবি (dgnibbd@gmail.com) বরাবর একটি দাপ্তরিক পত্র প্রেরণ করতে হবে। পত্রটি পরিদর্শনের কমপক্ষে ৩ সপ্তাহ পূর্বে পাঠাতে হবে। অনুমোদিত হওয়ার পর নির্দিষ্ট তারিখে এনআইবি পরিদর্শন করা যাবে।