Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুলাই ২০১৬

এনআইবি কর্তৃক রোটাভাইরাসের ঔষধ ও ভ্যাকসিনের মডেল উদ্ভাবন : কালের কন্ঠের প্রতিবেদন


প্রকাশন তারিখ : 2016-07-12

রোটাভাইরাসের ভ্যাকসিন ও ওষুধ উদ্ভাবন করে নতুন এক দিগন্ত উন্মোচন করলেন এনআইবি'র একদল বিজ্ঞানী। দেশেই তাঁরা তৈরি করতে সক্ষম হয়েছেন পাঁচটি ভ্যাকসিন ও ওষুধের মডেল, যার মধ্য দিয়ে বাংলাদেশে চিকিৎসাবিজ্ঞানে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। এ বিষয়ক একটি  গবেষণা নিবন্ধ গত ২৩ জুন বিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক জার্নাল ‘ফ্রন্টিয়ার্স ইন ফার্মাকোলজি’তে প্রকাশিত হয়েছে, যা নিয়ে আলোড়ন চলছে দেশে-বিদেশে। রোটা নিয়ন্ত্রণে বাস্তবভিত্তিক প্রয়োগের লক্ষ্য নিয়ে তাঁরা ওই ভ্যাকসিন ও ওষুধের মডেল তৈরি করেছেন। সম্ভাবনাময় এই এসইউ ভ্যাকসিন (SU1-SU5) তৈরি করা হয়েছে ১৪টি দেশের ২৪টি রোটাভাইরাস জাতের অপরিবর্তনশীল জিন নকশার ওপর ভিত্তি করে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক কালের কন্ঠে ১২.০৭.২০১৬ ইং তারিখে প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিম্নোক্ত লিংকে ক্লিক করুন

https://shar.es/1lyd7d