এই পাতায় এনআইবি'র সিটিজেন চার্টার দেয়া আছে। সিটিজেন চার্টার সংক্রান্ত অন্যান্য তথ্য যেমন ফোকাল পয়েন্ট কর্মকর্তা/পরিবীক্ষণ কমিটি, ত্রৈমাসিক/বার্ষিক পরিবীক্ষণ/মূল্যায়ন প্রতিবেদন, আইন/বিধি/নীতিমালা/পরিপত্র/নির্দেশিকা/প্রজ্ঞাপন প্রভৃতি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি
www.nib.gov.bd
সিটিজেন্স চার্টার (সেবা প্রদান প্রতিশ্রুতি)
১. ভিশন ও মিশন
ভিশন: জাতীয় পর্যায়ে জীবপ্রযুক্তির ইতিবাচক উন্নয়ন ও প্রয়োগ।
মিশন: জীবপ্রযুক্তি বিষয়ে গবেষণা, দক্ষ জনশক্তি সৃষ্টি, সেবা প্রদান, পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও ভোক্তাশ্রেণীর কাছে পৌছে দেয়া।
২. প্রতিশ্রুত সেবাসমুহ
২.১) নাগরিক সেবা
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল) |
---|---|---|---|---|---|---|
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১ |
ব্যক্তি/উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে ডিএনএ সিকোয়েন্সিং সম্পর্কিত পূরনকৃত আবেদন ফরম এবং সংশ্লিস্ট নমুনা পাওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও নিয়ম অনুসরণে ডিএনএ সিকোয়েন্সিং ফলাফল প্রদান করা হয়। |
ওয়েবসাইট থেকে সংগৃহীত নির্ধারিত ফরম - এ আবেদন ও সংশ্লিষ্ট নমুনা (পিসিআর প্রোডাক্ট অথবা পিউরিফাইড পিসিআর প্রোডাক্ট, পিসিআর প্রোডাক্টের জেল ইমেজসহ) সরবরাহ
|
(ক) পিসিআর প্রোডাক্ট, আনপিউরিফাইড ১। ১টি প্রাইমার (ফরোয়ার্ড/রিভার্স) ব্যবহার করে সিকোয়েন্সিং: ১০০০ টাকা
২। ২টি প্রাইমার (ফরোয়ার্ড এবং রিভার্স) ব্যবহার করে সিকোয়েন্সিং: ১৮০০ টাকা। (খ) পিউরিফাইড পিসিআর প্রোডাক্ট
১। ১টি প্রাইমার (ফরোয়ার্ড/রিভার্স) ব্যবহার করে সিকোয়েন্সিং: ৮০০ টাকা
২। ২টি প্রাইমার (ফরোয়ার্ড এবং রিভার্স) ব্যবহার করে সিকোয়েন্সিং: ১৬০০ টাকা।
পরিশোধ পদ্ধতিঃ ১। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এর হিসাব শাখায় জমা প্রদান। অথবা, ২। নিম্নোক্ত ব্যাংক হিসাবে জমা প্রদান- হিসাব নং- ৪৪৪৭৯০২০০০৭৭১ সোনালী ব্যাঙ্ক লিমিটেড, ঢাকা ইপিজেড শাখা, ঢাকা। অথবা, বিকাশের মাধ্যমে প্রেরণ- বিকাশ নাম্বার- ০১৩১১১৮৫৬৮৮ |
১০ কার্যদিবস |
ড. ইউ. এস. মাহ্জাবীন আমিন পদবী: ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অফিস: মলিকুলার বায়োটেকনোলজি বিভাগ ই-মেইল: mahzabin.amin@gmail.com মোবাইল: +৮৮০১৭২০১০১৮৫৯
|
|
২
|
মলিকুলার ডায়নামিক সিমুলেশন সার্ভিস ১০০ ন্যানোসেকেন্ড (১-৫টি স্যাম্পল) |
হাই-পারফরমেন্স কম্পিউটারের মাধ্যমে মলিকুলার ডায়নামিক সিমুলেশন শেষে নিম্নলিখিত বিশ্লেষণের ফলাফল প্রদান করা হয়: আরএমএসডি, আরএমএসএফ, সাসা, আরজি, হাইড্রোজেন বন্ড এনালাইসিস |
মলিকুলার ডায়নামিক্স সিমুলেশন সার্ভিস ফরম- নির্ধারিত ফরম
|
৮,০০০.০০ টাকা /সিমুলেশন (শিক্ষার্থীদের জন্য ৫০% মূল্যছাড়) |
৫ কার্যদিবস |
মোহাম্মদ উজ্জ্বল হোসেন বিভাগীয় ইনচার্জ বায়োইনফরমেটিক্স বিভাগ ন্যাশনাল ইনিস্টিটিউট অব বায়োটেকনোলজি গণকবাড়ী, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯ ফোন: +৮৮ ০১৩০৩১৬৬২১৮ ই-মেইল: bioinformatics.division.nib.gov.bd@gmail.com
https://www.facebook.com/BioinformaticsDivision
|
১০০ ন্যানোসেকেন্ড (৬-১০টি স্যাম্পল) |
৭,০০০.০০ টাকা /সিমুলেশন (শিক্ষার্থীদের জন্য ৫০% মূল্যছাড়) |
৫ কার্যদিবস |
||||
২০০ ন্যানোসেকেন্ড (১-৫টি স্যাম্পল) |
১২,০০০.০০ টাকা /সিমুলেশন (শিক্ষার্থীদের জন্য ৫০% মূল্যছাড়) |
৫ কার্যদিবস |
||||
২০০ ন্যানোসেকেন্ড (৬-১০টি স্যাম্পল) |
১০,০০০.০০ টাকা /সিমুলেশন (শিক্ষার্থীদের জন্য ৫০% মূল্যছাড়)
পরিশোধ পদ্ধতিঃ মোবাইল বাংকিং মাধ্যমে প্রেরণ- বিকাশ নাম্বার- ০১৬৭৫২০৭৮৯৪ |
৫ কার্যদিবস |
||||
৩ |
প্রোক্যারিওটিক জিনোম এসেম্বলি এবং অ্যানোটেশন সার্ভিস
|
হাই-পারফরমেন্স কম্পিউটারের মাধ্যমে প্রোক্যারিওটিক জিনোম এসেম্বলি এবং অ্যানোটেশন শেষে নিম্নলিখিত বিশ্লেষণের ফলাফল প্রদান করা হয়: (জেনাস/ স্পিসিস শনাক্তকরণ, এসেম্বলি এবং অ্যানোটেশন করা, জিনোম, জিন, প্রোটিন, কোডিং এবং নন-কোডিং আর-এন-এ সমূহ, সকল মেটাবলিক পাথওয়ে, সেকেন্ডারি মেটাবোলাইটস (বায়োসিনথেটিক জিন ক্লাস্টার), এন্টিবায়োটিক রেসিস্টেন্ট জিন সমূহ, ক্রিসপার-ক্যাস সাইটস) |
প্রোক্যারিওটিক জিনোম এসেম্বলি এবং অ্যানোটেশন সার্ভিস ফরম: নির্ধারিত ফরম |
১,০০০.০০ টাকা /সার্ভিস (শিক্ষার্থীদের জন্য ৫০% মূল্যছাড়)
পরিশোধ পদ্ধতিঃ মোবাইল বাংকিং মাধ্যমে প্রেরণ- বিকাশ নাম্বার- ০১৬৭৫২০৭৮৯৪ |
৫ কার্যদিবস |
|
৪ |
আলুর ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগ নির্ণয় |
আরটি (পিসিআর) |
আলুর ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগ নির্ণয় সেবা ফরম (নির্ধারিত ফরম) |
সার্ভিস চার্জ ১. আলুর ৪ টি ভাইরাস (PLRV, PVS, PVX, PVY) এর উপস্থিতি নির্ণয়: প্রতিটি নমুনা ১৫০০ টাকা
২. আলুর ব্যাকটেরিয়াল উইল্ট এর জীবাণু (Ralstonia solanacearum) নির্ণয়: প্রতিটি নমুনা ১০০০ টাকা
পরিশোধ পদ্ধতিঃ Bank transfer Bank details: Sonali Bank Limited Branch name: Dhaka EPZ
Account name: NATIONAL INSTITUTE OF BIOTECHNOLOGY (INCOME) Account number: 4447902000771 Routing number: 200261094
|
৫-১০ কর্মদিবস (নমুনার সংখ্যা অনুসারে) |
ড. ইফতেখার আলম এস এস ও, প্ল্যান্ট বায়োটেকনোলজি বিভাগ ন্যাশনাল ইনিস্টিটিউট অব বায়োটেকনোলজি গণকবাড়ী, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯ ফোন: +৮৮ ০১৭ ৭৯১৯ ৮০৩৫ ইমেইলঃ iftekhar@nib.gov.bd; |
৫ |
পশু খাদ্য বা খাদ্যে উপাদানে বিভিন্ন প্রাণী প্রজাতির উপাদানের উপস্থিতি নির্ণয় |
পিসিআর পদ্ধতির মাধ্যমে (প্রয়োজনে রেস্ট্রিকশন এনজাইম ডাইজেশন এবং সিকোয়েন্সিং করে ফলাফল প্রদান) |
এনিমেল বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান বরাবর আবেদন অথবা নির্ধারিত ফরম (নির্ধারিত ফরম) যথাযথ পুরণ করে নমুনাসহ সরাসরি/ ডাকযোগে প্রেরণ করতে হবে। |
ভ্যাটসহ সেবার মূল্য ৪৬০০/- (চার হাজার ছয়শত) টাকা।
পরিশোধ পদ্ধতিঃ মোবাইল বাংকিং মাধ্যমে প্রেরণ- বিকাশ/নগদ নাম্বার- ০১৫৫০৬৯৯৪৮২ |
৮ কার্যদিবস |
বিভাগীয় প্রধান এনিমেল বায়োটেকনোলজি বিভাগ ফোনঃ ০১৫ ৫০৬৯ ৯৪৮২ e-mail: animalbt06@gmail.com
|
৬ |
জীবপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ ক) ট্রেনিং অন বেসিক বায়োটেকনোলজি (জীবপ্রযুক্তি/সংশ্লিষ্ট বিষয়ে ৪র্থ বর্ষ/ মাস্টার্সে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের জন্য)
খ) এডভান্সড ট্রেনিং অন বায়োটেকনোলজি (সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক/গবেষকগণের জন্য)
|
ব্যক্তি/উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে জীবপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ সম্পর্কিত পূরনকৃত আবেদন ফর্ম পাওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও নিয়ম অনুসরণে মনোনয়ন ও সিদ্ধান্ত প্রদান করা হয়। |
ক) ছাত্র/ছাত্রীদের জন্য ‘ট্রেনিং অন বেসিক বায়োটেকনোলজি’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের রেজিষ্ট্রেশন ফরম ও গাইডলাইন
খ) পেশাজীবীদের জন্য ‘এডভান্সড ট্রেনিং অন বায়োটেকনোলজি’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের রেজিষ্ট্রেশন ফরম ও গাইডলাইন
|
পরিশোধ পদ্ধতিঃ সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে A/C No. 4447902000771, Account Name: National Institute of Biotechnology (Income), Sonali Bank Limited, Dhaka EPZ (200261094), Dhaka, বরাবর প্রশিক্ষণ ফি বাবদ নির্ধারিত টাকা জমা দিতে হবে। |
১০ কার্যদিবস
১০ কার্যদিবস |
জনাব হাবিবুন নবী ফরহাদ লাইব্রেরিয়ান ফোন: +৮৮ ০২৭৭৮৯২৮৯ মোবাইল: +৮৮ ০১৭৪০৮৬৫১৯৩ ই-মেইল:
|
৭ |
Online Training on Bioinformatics |
Zoom এর মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ |
অনলাইন রেজিষ্ট্রেশন এবং গাইডলাইন (নির্ধারিত ফরম) |
পরিশোধ পদ্ধতিঃ সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে A/C No. 4447902000771, Account Name: National Institute of Biotechnology (Income), Sonali Bank Limited, Dhaka EPZ (200261094), Dhaka, বরাবর প্রশিক্ষণ ফি বাবদ নির্ধারিত টাকা জমা দিতে হবে। |
২০ কার্যদিবস |
জনাব হাবিবুন নবী ফরহাদ লাইব্রেরিয়ান ফোন: +৮৮ ০২৭৭৮৯২৮৯ মোবাইল: +৮৮ ০১৭৪০৮৬৫১৯৩ ই-মেইল:
|
৮ |
Internship |
এনআইবি ক্যাম্পাসে উপস্থিত হয়ে গবেষণাগারে চলমান গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ |
আবেদন এবং গাইডলাইন: নির্ধারিত ফরম
|
পরিশোধ পদ্ধতিঃ সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে A/C No. 4447902000771, Account Name: National Institute of Biotechnology (Income), Sonali Bank Limited, Dhaka EPZ (200261094), Dhaka, বরাবর প্রশিক্ষণ ফি বাবদ নির্ধারিত টাকা জমা দিতে হবে। |
১০ কার্যদিবস |
জনাব হাবিবুন নবী ফরহাদ লাইব্রেরিয়ান ও বিভাগীয় ইনচার্জ প্রশিক্ষণ বিভাগ, এনআইবি মোবাইল: ০১৫৫০-৬৯৯৪৭৯ ইমেইল: hrdnib@gmail.com
|
৯ |
এনআইবি’র গবেষণাগারসহ বিদ্যমান সুবিধাদি পরিদর্শন |
উপযুক্ত কর্তৃপক্ষ/প্রতিষ্ঠান কর্তৃক আবেদনপত্র পাওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও নিয়ম অনুসরণে সিদ্ধান্ত প্রদান করা হয়। |
পরিদর্শনে ইচ্ছুক বিভাগ/প্রতিষ্ঠানের প্যাডে মহাপরিচালক,এনআইবি বরাবর আবেদন করতে হবে। পরিদর্শনের সম্ভাব্য তারিখ এবং পরিদর্শনকারীর সংখ্যা উল্লেখ করতে হবে। |
বিনামূল্যে |
১০ কার্যদিবস |
জনাব হাবিবুন নবী ফরহাদ লাইব্রেরিয়ান ও বিভাগীয় ইনচার্জ প্রশিক্ষণ বিভাগ, এনআইবি মোবাইল: ০১৫৫০-৬৯৯৪৭৯ ইমেইল: hrdnib@gmail.com
|
১০ |
জীবপ্রযুক্তি বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের জন্য থিসিস সংক্রান্ত গবেষণা কাজের সুযোগ (৬ মাস- ১বৎসরব্যাপী)
|
আবেদন প্রাপ্তির পর বিদ্যমান বিধি/বিধান অনুসরণে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ ও সিদ্ধান্ত প্রদান। |
আবেদন ফরম এবং গাইডলাইন: |
বিনামূল্যে |
০৩ কার্যদিবস |
ড. মো. সলিমুল্লাহ মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফোন: +৮৮ ০২-৭৭৮৯৪৫৮ ইমেইল: dgnibbd@gmail.com এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এর আওতাধীন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন অথবা সংশ্লিষ্ট গবেষণা তত্তাবধানকারী |
১১ |
জীবপ্রযুক্তি বিষয়ে বিভিন্ন স্তরের অংশীজনদের মাঝে জনসচেতনতা তৈরী |
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণ। নির্ধারিত সময় ও স্থানে আয়োজনকৃত জনসচেতনতামূলক কার্যক্রমে নির্বাচিত ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মনোনয়ন প্রাপ্ত অংশীজনদের অংশগ্রহন; |
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী নির্ধারিত সময় ও স্থানে জনসচেতনতামূলক সেমিনারের আয়োজন।
প্রাপ্তিস্থান: প্রশাসনিক শাখা ওয়েবসাইট: নির্ধারিত ফরম
|
বিনামূল্যে |
১ কার্যদিবস |
জনাব হাবিবুন নবী ফরহাদ লাইব্রেরিয়ান ও বিভাগীয় ইনচার্জ প্রশিক্ষণ বিভাগ, এনআইবি মোবাইল: ০১৫৫০-৬৯৯৪৭৯ ইমেইল: hrdnib@gmail.com
|
২.২) প্রাতিষ্ঠানিক সেবা
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১ |
ডিএনএ সিকোয়েন্সিং সম্পর্কিত পূরনকৃত আবেদন ফরম এবং সংশ্লিস্ট নমুনা পাওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও নিয়ম অনুসরণে ডিএনএ সিকোয়েন্সিং ফলাফল প্রদান করা হয়। |
ডিএনএ সিকোয়েন্সিং এর চাহিদা ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (নির্ধারিত ফরম) (কেবল এনআইবি'র বিজ্ঞানীদের জন্য) |
বিনামূল্যে |
০৫ কার্যদিবস |
ড. ইউ. এস. মাহ্জাবীন আমিন পদবী: ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অফিস: মলিকুলার বায়োটেকনোলজি বিভাগ ই-মেইল: mahzabin.amin@gmail.com মোবাইল: +৮৮০১৭২০১০১৮৫৯ |
|
২ |
গবেষণা প্রকল্প অনুমোদন |
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এর বিভিন্ন বিভাগের গবেষকদের প্রস্তাবনা পাওয়ার পর প্রকল্প প্রস্তাবনা যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠান, মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহন। |
১) মহাপরিচালক বরাবর অগ্রায়ণ পত্র ২) নির্দিষ্ট ফরম্যাটে প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন
প্রাপ্তিস্থান: ওয়েবসাইট: নির্ধারিত ফরম |
বিনামূল্যে |
সর্বোচ্চ ২০ (বিশ) কার্যদিবস |
|
৩ |
ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এর আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তা/কর্মচারিদের বৈদেশিক প্রশিক্ষণ/সভা/সেমিনার/ ওয়ার্কশপে অংশগ্রহনের জন্য মনোনয়ন। |
বিদ্যমান বিধি/বিধান অনুসরণে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। |
১) মহাপরিচালক বরাবর আবেদনপত্র
২) আমন্ত্রণপত্র, আর্থিক সংস্থান, প্রার্থীর যোগ্যতা যাচাই, সংস্থার ক্ষেত্রে সংস্থা প্রধানের সুপারিশ
প্রাপ্তিস্থান: প্রশাসনিক শাখা ওয়েবসাইট: নির্ধারিত ফরম
|
বিনামূল্যে |
৫ কার্যদিবস |
ড. মো. সলিমুল্লাহ মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফোন: +৮৮ ০২-৭৭৮৯৪৫৮ ইমেইল: dgnibbd@gmail.com
|
২.৩) অভ্যন্তরীন সেবা
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১ |
ছুটি প্রদান |
আবেদন প্রাপ্তির পর বিদ্যমান বিধি/বিধান অনুসরণে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। |
সংযুক্তিসহ নির্ধারিত ফরম/ছকে আবেদন
প্রাপ্তিস্থান: প্রশাসনিক শাখা ওয়েবসাইট: নির্ধারিত ফরম |
বিনামূল্যে |
৭ কার্যদিবস |
ড. মো. সলিমুল্লাহ মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফোন: +৮৮ ০২-৭৭৮৯৪৫৮ ইমেইল: dgnibbd@gmail.com এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এর আওতাধীন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন |
২ |
গেজেটেড/নন-গেজেটেড কর্মচারির পেনশন সংক্রান্ত |
আবেদন প্রাপ্তির পর বিদ্যমান বিধি/বিধান অনুসরণে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। |
সংযুক্তিসহ নির্ধারিত ফরম/ছকে আবেদন প্রাপ্তিস্থান: প্রশাসনিক শাখা ওয়েবসাইট: নির্ধারিত ফরম |
বিনামূল্যে |
৫ কার্যদিবস |
ড. মো. সলিমুল্লাহ মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফোন: +৮৮ ০২-৭৭৮৯৪৫৮ ইমেইল: dgnibbd@gmail.com
|
৩ |
ইনস্টিটিউট এর কর্মকর্তা/ কর্মচারীদের জন্য বাসা বরাদ্দ সংক্রান্ত |
আবেদন প্রাপ্তির পর বিদ্যমান বিধি/বিধান অনুসরণে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। |
সংযুক্তিসহ নির্ধারিত ফরম/ছকে আবেদন
প্রাপ্তিস্থান: প্রশাসনিক শাখা ওয়েবসাইট: নির্ধারিত ফরম |
বিনামূল্যে
|
বাসা খালি ও কমিটির সুপারিশের পর ৩ কার্যদিবস |
ড. মো. সলিমুল্লাহ মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফোন: +৮৮ ০২-৭৭৮৯৪৫৮ ইমেইল: dgnibbd@gmail.com
|
৩) আপনার কাছে আমাদের প্রত্যাশা
ক্রমিক নং |
প্রতিশ্রুত/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় |
১) |
সব ধরনের সেবার ক্ষেত্রে নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমা প্রদান |
২) |
ডিএনএ সিকোয়েন্সিং সেবার ক্ষেত্রে সঠিক পদ্ধতিতে নমুনা প্রদান |
৩) |
সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা |
৪) |
সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা |