Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জানুয়ারি ২০১৮

গ্রন্থাগার ও তথ্য সেবা বিভাগ

জীবপ্রযুক্তি বিষয়ে গবেষকদের তথ্য সেবা প্রদানের নিমিত্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব বাযোটেকনোলজি’তে একটি গ্রন্থাগার স্থাপন করা হয়েছে। বিশেষায়িত গ্রন্থাগার হিসেবে এর অধিকাংশ সংগ্রহ জীবপ্রযুক্তি বিষয়ক গবেষণা সংশ্লিষ্ট। বই ছাড়াও এখানে থিসিস, জার্নাল, ম্যাগাজিন, রিপোর্ট, নিউজলেটার, বুলেটিন, পত্রিকা সহ অন্যান্য প্রকাশনা সংগ্রহ ও সংরক্ষণ করা হয় যা গবেষকদের তথ্য প্রদানের মাধ্যমে জ্ঞানের চাহিদা পূরণ ও নতুন বিষয় জানতে সহায়তা করে।

 

সময় সূচী

গ্রন্থাগারটি সাপ্তাহিক ছুটি ও সরকারী ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকেল ৫.০০ ঘটিকা পর্যন্ত চলমান থাকে।

 

 

এনআইবি গ্রন্থাগারের বই ও জার্নাল সংগ্রহের একাংশ

TEEAL( The Essential Electronic Agricultural Library) এ যেতে এই লিংকে ক্লিক করুন (শুধুমাত্র আভ্যন্তরীণ ব্যবহারের জন্য )

 

গ্রন্থাগারের কার্যাবলী

  •  তথ্য সংগ্রহ ও বিতরণ।
  •  গ্রন্থাগারের জন্য পাঠ্যসামগ্রী সংগ্রহ ও ব্যবহারকারীদের জন্য প্রস্তুত করা।
  •  আধুনিক ও স্বয়ংক্রিয় গ্রন্থাগার সেবা প্রদান।
  • প্রতিষ্ঠানে নবাগত কর্মচারীদের প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ সম্পর্কে সংক্ষেপে অবহিত করা।

 

গ্রন্থাগারের বর্তমান সংগ্রহ

 

গ্রন্থাগার সেবাসমূহ

  • পাঠকক্ষ
  • বই ধারসার্ভিস
  • পত্রিকা সার্ভিস
  • স্ক্যানিং সার্ভিস
  • জার্নাল সার্ভিস
  • রেফারেন্স সার্ভিস