মলিকুলার বায়োটেকনোলজি হোম | প্রকল্প | জনবল | প্রকাশনা | যোগাযোগ |
আধুনিক বায়োটেকনোলজি গবেষণার মূল ভিত্তি হচ্ছে মলিকুলার বায়োটেকনোলজি। আমাদের জীবনের অনেকগুলি ক্ষেত্র যেমন কৃষি, স্বাস্থ্য, পুষ্টি, শিল্প এবং পরিবেশ এর উপর মলিকুলার বায়োলজির প্রভাব সদা-বিস্তৃত ও গুরুত্বপূর্ণ। উন্নত দেশগুলি এই ক্ষেত্রে গবেষণাকে জাতীয় অগ্রাধিকার হিসাবে উৎসাহিত করছে। জীবিত সত্তার মৌলিক আণবিক প্রক্রিয়া অনুসন্ধানে গবেষণা, সেই লক্ষে প্রযুক্তি উদ্ভাবন এবং ইনস্টিটিউটের গবেষণা ও উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখতে এনআইবি’র মলিকুলার বায়োটেকনোলজি বিভাগ সচেষ্ট রয়েছে।
উদ্দেশ্য
জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে (কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, পরিবেশ, শিল্প ও চিকিৎসা) জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ও ফাংশনাল জেনোমিক্স এর প্রয়োগ এবং অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন।
গবেষণা ক্ষেত্র
১. ডিএনএ তে বিভিন্ন রোগ এর সাথে সংশ্লিষ্ট মিউটেশন ডিটেকশন
২. ডিএনএ সিকোয়েন্সিং এবং জিনোমিক ও সিডিএনএ লাইব্রেরী তৈরী
৩. জিন এক্সপ্রেশান পর্যবেক্ষণ ও ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং/ প্রোফাইলিং
৪. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি।