Wellcome to National Portal
  • NIB-Banner-00
  • Masterplan of Gene Bank New (1)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ডিসেম্বর ২০২৪

মলিকুলার বায়োটেকনোলজি হোম

মলিকুলার বায়োটেকনোলজি হোম প্রকল্প জনবল প্রকাশনা যোগাযোগ

 

আধুনিক বায়োটেকনোলজি গবেষণার মূল ভিত্তি হচ্ছে মলিকুলার বায়োটেকনোলজি। আমাদের জীবনের অনেকগুলি ক্ষেত্র যেমন কৃষি, স্বাস্থ্য, পুষ্টি, শিল্প এবং পরিবেশ এর উপর মলিকুলার বায়োলজির প্রভাব সদা-বিস্তৃত ও গুরুত্বপূর্ণ। উন্নত দেশগুলি এই ক্ষেত্রে গবেষণাকে জাতীয় অগ্রাধিকার হিসাবে উৎসাহিত করছে।  জীবিত সত্তার মৌলিক আণবিক প্রক্রিয়া অনুসন্ধানে গবেষণা, সেই লক্ষে প্রযুক্তি উদ্ভাবন এবং ইনস্টিটিউটের গবেষণা ও উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখতে এনআইবি’র মলিকুলার বায়োটেকনোলজি বিভাগ সচেষ্ট রয়েছে।

 

উদ্দেশ্য

 

জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে (কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, পরিবেশ, শিল্প ও চিকিৎসা) জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ও ফাংশনাল জেনোমিক্স এর প্রয়োগ এবং অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন।

 

গবেষণা ক্ষেত্র

 

১. ডিএনএ তে বিভিন্ন রোগ এর সাথে সংশ্লিষ্ট মিউটেশন ডিটেকশন

২. ডিএনএ সিকোয়েন্সিং এবং জিনোমিক ও সিডিএনএ লাইব্রেরী তৈরী

৩. জিন এক্সপ্রেশান পর্যবেক্ষণ ও ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং/ প্রোফাইলিং

৪. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি।