এনআইবি’র প্রকৌশল ও সাধারণ সেবা বিভাগ প্রকৌশল সংক্রান্ত সকল কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু। এই বিভাগ প্রতিষ্ঠানের প্রকৌশল সংক্রান্ত বিভিন্ন সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিস্ট সকল কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে।
কার্যক্রমঃ
· এনআইবি’র বিভিন্ন স্থাপনা যেমনঃ বৈদ্যুতিক উপকেন্দ্র, পাম্প, গ্রীণ হাউস, সৌর বিদ্যুৎ প্ল্যান্ট, বৈদ্যুতিক, পানি, গ্যাস সরবরাহ সিস্টেম রক্ষণাবেক্ষণ ও পরিচালন কার্যক্রম সম্পাদন।
· প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনার পূর্ত সংক্রান্ত কার্যক্রমের রক্ষণাবেক্ষণ ও নির্মাণ কাযক্রমের বাস্তবায়ন।
· এনআইবি’র বিভিন্ন গবেষণাগারের যন্ত্রপাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ইনস্টলেশন, কমিশনিং ও রক্ষণাবেক্ষণ করা।
· প্রতিষ্ঠানের প্রকৌশল সংক্রান্ত ক্রয় কার্যক্রমের দরপত্র আহবান ও বাস্তবায়ন।
প্রকৌশল বিভাগ হতে সেবা/ দ্রব্যাদি পাওয়ার চাহিদাপত্র (কেবল আভ্যন্তরীণ ব্যবহারের জন্য)
কর্মকর্তাবৃন্দ
প্রকৌশলী সজীব দে
সহকারী প্রকৌশলী ও বিভাগীয় ইনচার্জ
ইমেইলঃ sajibmn@gmail.com