Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মে ২০২৪

এনআইবি রিসার্চ ফেলোশিপ

এনআইবিতে বায়োটেকনোলজি বিভিন্ন শাখায় গবেষণার লক্ষ্যে আধুনিক ল্যাবরেটরী এবং সংশ্লিষ্ট সুবিধাদি গড়ে উঠেছে। এগুলির মাধ্যমে জীবপ্রযুক্তি ক্ষেত্রে আধুনিক গবেষণা পরিচালনা করা সম্ভব হচ্ছে। গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন জীবপ্রযুক্তিবিদগণের অভিজ্ঞতা কাজে লাগানো, উচ্চতর ডিগ্রী প্রাপ্তিতে ছাত্র/ছাত্রীদের গবেষণা ও আর্থিক সহায়তা প্রদান, জীবপ্রযুক্তি বিষয়ে দক্ষ মানব সম্পদ তৈরীতে অবদান রাখাসহ ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)’র লক্ষ্য ও উদ্দেশ্য পূরণকল্পে ফেলোশিপ প্রদান করার ব্যাপারে পরিচালনা বোর্ড কর্তৃক নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। এই কার্যক্রম এনআইবি রিসার্চ ফেলোশিপ নীতিমালা ২০২৩ অনুসারে পরিচালিত হবে।

 

 

ফেলোশিপের উদ্দেশ্য

(ক) কৃষি, স্বাস্থ্য, পরিবেশ ও শিল্প ক্ষেত্রে জীবপ্রযুক্তি বিষয়ে গবেষণার মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখা।

(খ) দেশীয় উপাদান ব্যবহার করে মূল্যবান ও অর্থকরী পণ্য এবং পণ্য উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন।

(গ) ক্রমবর্ধমান জনগণের চাহিদা পুরণের নিমিত্ত লাগসই প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন ও বিকাশ সাধন।

(ঘ) জীবপ্রযুক্তি বিষয়ে যোগ্যতা/অভিঙ্গতাসম্পন্ন (স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রিধারী) গবেষকগণের অভিজ্ঞতা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রমে ব্যবহার।

(ঙ) উচ্চতর ডিগ্রি অর্জনে গবেষকগণকে সহায়তা ও উৎসাহ প্রদান।

(চ) এনআইবি’র মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন।

(ছ) দক্ষ জীবপ্রযুক্তিবিদ তৈরীতে অবদান রাখা।

 

 

 

ফেলোশিপের শ্রেণী ভাতা

    

(ক)    পোস্ট ডক্টরাল ফেলোশিপ

সংখ্যাঃ ১৫ (পনের)টি

মাসিক ভাতা: টাকা ৬০,০০০/-

বার্ষিক আনুষাঙ্গিক ভাতা: টাকা ১,২০,০০০/-

নুন্যতম শিক্ষাগত যোগ্যতা: জীবপ্রযুক্তি বিষয়ে পিএইচডি ডিগ্রি

বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর

পোস্ট ডক্টরাল ফেলোশিপের মেয়াদ: প্রাথমিকভাবে এক বৎসরের জন্য ফেলোশিপ প্রদান করা হবে। গবেষণার সন্তোষজনক অগ্রগতি সর্ম্পকে এনআইবি কর্তৃক গঠিত এতদসংক্রান্ত ‘ফেলো নির্বাচন ও মূল্যায়ন কমিটি’র সুপারিশ সাপেক্ষে ফেলোশিপের মেয়াদ পর্যায়ক্রমে এক বছর করে আরো দুই বছর (সর্বমোট তিন বছর) পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।

    

 

 (খ) ডক্টরাল ফেলোশিপ

সংখ্যা: ২০ (বিশ) টি

মাসিক ভাতা: টাকা ৪০,০০০/-

বার্ষিক আনুষঙ্গিক ভাতা: টাকা ৮০,০০০/-

নুন্যতম শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রির জন্য নিবন্ধিত (সুপারভাইজরি টিমে এনআইবি’র একজন বিজ্ঞানী সদস্য হিসেবে অন্তর্ভূক্ত)

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

         

ডক্টরাল ফেলোশিপের মেয়াদ: প্রাথমিকভাবে এক বছরের জন্য ফেলোশিপ প্রদান করা হবে। গবেষণার সন্তোষজনক অগ্রগতি সর্ম্পকে এনআইবি কর্তৃক গঠিত এতদসংক্রান্ত ‘ফেলো নির্বাচন ও মূল্যায়ন কমিটি’র সুপারিশ সাপেক্ষে বছর ভিত্তিক নবায়নের মাধ্যমে ফেলোশিপের মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। তবে সাধারণভাবে ফেলোশিপের মোট মেয়াদ কখনও ৪ (চার) বছরের অধিক হবে না। বিশেষ অপরিহার্য ক্ষেত্রে কারণ উল্লেখপূর্বক ফেলোশিপের মেয়াদ ‘ফেলো নির্বাচন ও মূল্যায়ন কমিটি’র সুপারিশ এবং পরিচালনা বোর্ডের অনুমোদন সাপেক্ষে আরো ১ (এক) বছর বৃদ্ধি করা যেতে পারে।

     

(গ) পোষ্ট-গ্রাজুয়েট ফেলোশিপ

সংখ্যা: ৩০ (ত্রিশ)টি

মাসিক ভাতা: টাকা ২৫,০০০/-

বার্ষিক আনুষাঙ্গিক ভাতা: টাকা ৫০,০০০/-

নুন্যতম শিক্ষাগত যোগ্যতা: এমফিল/এমএস/এমএসসি ডিগ্রিধারী অথবা এমফিল অধ্যয়নরত (বিশ্ববিদ্যালয়ে এমফিল ডিগ্রির জন্য নিবন্ধিত এবং সুপারভাইজরি টিমে এনআইবি’র একজন বিজ্ঞানী সদস্য হিসেবে অন্তর্ভূক্ত)

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর

 

পোষ্ট গ্রাজুয়েট ফেলোশিপের মেয়াদ:  এমফিল অধ্যয়নরত বা ডিগ্রীধারী ও এমএস/এমএসসি ডিগ্রীধারী প্রার্থীদের প্রাথমিকভাবে ১ (এক) বছরের জন্য ফেলোশিপ প্রদান করা হবে। গবেষণার সন্তোষজনক অগ্রগতি সর্ম্পকে ‘ফেলো নির্বাচন ও মূল্যায়ন কমিটি’র সুপারিশ সাপেক্ষে ফেলোশিপের মেয়াদ আরো ১ (এক) বছর বৃদ্ধি করা যেতে পারে।

 

(ঘ)  এমএসসি/এমএস থিসিস ফেলোশিপ

সংখ্যা:  ১০ (দশ) টি

মাসিক ভাতা: টাকা ১৫,০০০/-

নুন্যতম শিক্ষাগত যোগ্যতা: ‘এনআইবি’র এমএস/এমএসসি থিসিস গবেষণা কার্যক্রম পরিচালনার নীতিমালা অনুসারে এনআইবি-তে পূর্ণকালীন থিসিস অধ্যয়নরত/থিসিস এর জন্য মনোনীত’

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর

 

এমএস/এমএসসি থিসিস ফেলোশিপের মেয়াদ: এমএস/এমএসসি থিসিস অধ্যয়নরত প্রার্থীদেরকে প্রাথমিকভাবে ৬ (ছয়) মাসের জন্য ফেলোশিপ প্রদান করা হবে। গবেষণার সন্তোষজনক অগ্রগতি সর্ম্পকে ‘ফেলো নির্বাচন ও মূল্যায়ন কমিটি’র সুপারিশ সাপেক্ষে  ফেলোশিপের মেয়াদ আরো ৬ (ছয়) মাস বৃদ্ধি করা যেতে পারে।

 

 

 

yes প্রতি বছর পত্রিকা ও ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ফেলো নিয়োগ করা হয়ে থাকে। নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলীর বিস্তারিত জানতে দেখুনঃ এনআইবি রিসার্চ ফেলোশিপ নীতিমালা ২০২৩