Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জুলাই ২০২৩

প্রাতিষ্ঠানিক অধিভুক্তি

ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি(ICGEB): ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (ICGEB), ত্রিয়েস্তে, ইতালী এর বাংলাদেশস্থ অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এনআইবি কার্যক্রম পরিচালনা করছে।  বাংলাদেশী ছাত্র/ছাত্রী ও গবেষকদের জন্য ICGEB এর  পিএইচডি ও পোষ্ট-ডক্টরাল ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রাপ্তিতে এনআইবি সমন্বয়কের ভুমিকা পালন করে থাকে

ICGEB legal documentsstatuteParticipants

 


সার্ক (SAARC) বায়োটেকনোলজি: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) ভুক্ত দেশসমুহে জীবপ্রযুক্তি বিষয়ে কাজ করার জন্য একটি আঞ্চলিক ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। এই উদ্দ্যোগের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট দেশগুলিতে কনফারেন্স ও ওয়ার্কশপ আয়োজন, পোষ্ট-ডক্টরাল ফেলোশিপ প্রদান, যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়ন, বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের অভিজ্ঞতা আদান প্রদান প্রভৃতি। এনআইবি এসব ক্ষেত্রে বাংলাদেশের নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে।

 

 

 

 

 


প্রাসঙ্গিক পাতা

প্রাতিষ্ঠানিক সহযোগিতা চুক্তি