Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জানুয়ারি ২০১৯

প্রশিক্ষণ হোম প্রশিক্ষণের ধরণ প্রশিক্ষণের সুফল যেভাবে সুযোগ পাবেন এনআইবি পরিদর্শন জনসচেতনতা অর্জন যোগাযোগ

এনআইবি প্রধানত তিন ধরনের প্রশিক্ষণ কর্মসুচীর আয়োজন করে থাকে।

১। ট্রেনিং অন বেসিক বায়োটেকনোলজি: এই প্রশিক্ষণটি বিশ্ববিদ্যালয়/কলেজে জীবপ্রযুক্তি/সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত ৪র্থ বর্ষ/মাস্টার্স পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়। এটি বছরে ৬ বার আয়োজন করা হয়। বর্তমানে প্রশিক্ষণটির ব্যাপ্তিকাল ৬দিন।

 

২। এডভান্সড ট্রেনিং অন বায়োটেকনোলজি: এই প্রশিক্ষণটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা ও শিল্প প্রতিষ্ঠানের পেশাজীবীদের জন্য। এটি বছরে ২ বার আয়োজন করা হয়। বর্তমানে প্রশিক্ষণটির ব্যাপ্তিকাল ১০ দিন।

 

৩। ইন-হাউজ ট্রেনিং: এনআইবি’র কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই প্রশিক্ষণের অয়োজন করা হয়।