প্রশিক্ষণ হোম | প্রশিক্ষণের ধরণ | প্রশিক্ষণের সুফল | যেভাবে সুযোগ পাবেন | এনআইবি পরিদর্শন | জনসচেতনতা | অর্জন | যোগাযোগ |
এনআইবি প্রধানত চার ধরনের প্রশিক্ষণ কর্মসুচীর আয়োজন করে থাকে।
১। ট্রেনিং অন বেসিক বায়োটেকনোলজি: এই প্রশিক্ষণটি বিশ্ববিদ্যালয়/কলেজে জীবপ্রযুক্তি/সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত ৪র্থ বর্ষ/মাস্টার্স পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়। এটি প্রতি অর্থবছরে ৬ বার আয়োজন করা হয়। বর্তমানে প্রশিক্ষণটির ব্যাপ্তিকাল ৬দিন।
২। এডভান্সড ট্রেনিং অন বায়োটেকনোলজি: এই প্রশিক্ষণটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা ও শিল্প প্রতিষ্ঠানের পেশাজীবীদের জন্য। এটি প্রতি অর্থবছরে ২ বার আয়োজন করা হয়। বর্তমানে প্রশিক্ষণটির ব্যাপ্তিকাল ১০ দিন।
৩। অনলাইন ট্রেনিং অন বায়োইনফরমেটিক্স ফর বায়োটেকনোলজি রিসার্স: অনলাইন প্লাটফর্মে (Zoom) বায়োইনফরমেটিক্স বিষয়ে ১। Bioinformatics for Beginners; ২) Bioinformatics for Drug Design; ৩) R programming for Biological Research; ৪) Python programming for Biological Research এবং ৫। Linux and NGS data analysis বিষয়ে ০৫ টি মডিউলে প্রতি অর্থবছরে শিক্ষার্থীদের জন্য ০৫টি এবং পেশাজীবীগণের জন্য ০৫টি অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয়ে থাকে।
৪। ইন-হাউজ ট্রেনিং: এনআইবি’র কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই প্রশিক্ষণের অয়োজন করা হয়।