ড্রাগ ও ভ্যাক্সিনের কার্যকারিতা পরীক্ষা, জেনেটিক মিউটেশনের প্রভাব বিশ্লেষণ, ক্যান্সার ও সংক্রামক বিভিন্ন রোগের মলিকুলার ভিত্তি উদঘাটন, ক্ষতিকর ভাইরাস বা ব্যাকটেরিয়ার প্রোটিন characterization সহ আরও নানাবিধ গবেষণা প্রবন্ধ প্রকাশে মলিকুলার ডায়নামিক সিমুলেশনের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। আমরা আনন্দের সহিত জানাচ্ছি যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীন বায়োইনফরমেটিক্স বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) Molecular Dynamics Simulation Service অফার করছে। এই সেবার মাধ্যমে পাওয়া গুরুত্বপূর্ণ ফলাফলগুলি আপনি আপনার গবেষণা প্রবন্ধে সরাসরি যোগ করতে পারবেন। Molecular Dynamics Simulation Service এর উদ্দেশ্যে ডাটা পাঠানোর জন্য এই গুগল ফর্মটি পূরণ করুন- https://forms.gle/yKjXth9XqrZRWaBz9