Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ডিসেম্বর ২০১৯

Basic Biotechnology প্রশিক্ষণ কর্মসূচীর ৪৯তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু


প্রকাশন তারিখ : 2019-12-08

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে  ৪র্থ বর্ষ/মাস্টার্স-এ অধ্যায়নরত ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত “Training on Basic Biotechnology” শীর্ষক স্বল্পমেয়াদী ৬ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচীর ৪৯তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান  ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) তে অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহাঙ্গীর আলম, চিফ সায়েন্টিফিক অফিসার ও প্রকল্প পরিচালক, ন্যাশনাল জীন ব্যাংক স্থাপন প্রকল্প, এনআইবি এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখার আলম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান প্ল্যান্ট বায়োটেকনোলজি বিভাগ, এনআইবি। এবারের প্রশিক্ষণ কর্মসূচিতে ১২ টি বিশ্ববিদ্যালয়ের (সরকারী বিশ্ববিদ্যালয় ৮টি ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ৪টি) ৯টি বিভাগের ২২ জন ছাত্রছাত্রী ( ১৪ জন ছাত্র ও ৮ জন ছাত্রী) অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয় গুলো হলো- রাজশাহী wek¦we`¨vjq, রাজশাহী, জাহাঙ্গীরনগর wek¦we`¨vjq, ঢাকা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর, জগন্নাথ wek¦we`¨vjq, ঢাকা, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি, সিরাজগঞ্জ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা, ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ,ঢাকা, এবং প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, ঢাকা।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আগামী ১২ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।


জীবপ্রযুক্তি বিষয়ক ‘Training on Basic Biotechnology’ প্রশিক্ষণ কোর্সের ৪৯তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন ড. জাহাঙ্গীর আলম, চিফ সায়েন্টিফিক অফিসার ও প্রকল্প পরিচালক, ন্যাশনাল জীন ব্যাংক স্থাপন প্রকল্প, এনআইবি

জীবপ্রযুক্তি বিষয়ক ‘Training on Basic Biotechnology’ প্রশিক্ষণ কোর্সের ৪৯তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করছেন ড. ইফতেখার আলম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান প্ল্যান্ট বায়োটেকনোলজি বিভাগ, এনআইবি।

জীবপ্রযুক্তি বিষয়ক ‘Training on Basic Biotechnology’ প্রশিক্ষণ কোর্সের ৪৯তম ব্যাচের তত্ত্বীয়  ক্লাসের একাংশ।

জীবপ্রযুক্তি বিষয়ক ‘Training on Basic Biotechnology’ প্রশিক্ষণ কোর্সের ৪৯তম ব্যাচের তত্ত্বীয় ক্লাসের চিত্র।

জীবপ্রযুক্তি বিষয়ক ‘Training on Basic Biotechnology’ প্রশিক্ষণ কোর্সের ৪৯তম ব্যাচের তত্ত্বীয় ক্লাসের চিত্র।

জীবপ্রযুক্তি বিষয়ক ‘Training on Basic Biotechnology’ প্রশিক্ষণ কোর্সের ৪৯তম ব্যাচের ব্যবহারিক ক্লাসের চিত্র।

জীবপ্রযুক্তি বিষয়ক ‘Training on Basic Biotechnology’ প্রশিক্ষণ কোর্সের ৪৯তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ।