Wellcome to National Portal
  • NIB-Banner-00
  • Masterplan of Gene Bank New (1)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ডিসেম্বর ২০১৯

Basic Biotechnology প্রশিক্ষণ কর্মসূচীর ৪৯তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু


প্রকাশন তারিখ : 2019-12-08

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে  ৪র্থ বর্ষ/মাস্টার্স-এ অধ্যায়নরত ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত “Training on Basic Biotechnology” শীর্ষক স্বল্পমেয়াদী ৬ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচীর ৪৯তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান  ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) তে অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহাঙ্গীর আলম, চিফ সায়েন্টিফিক অফিসার ও প্রকল্প পরিচালক, ন্যাশনাল জীন ব্যাংক স্থাপন প্রকল্প, এনআইবি এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখার আলম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান প্ল্যান্ট বায়োটেকনোলজি বিভাগ, এনআইবি। এবারের প্রশিক্ষণ কর্মসূচিতে ১২ টি বিশ্ববিদ্যালয়ের (সরকারী বিশ্ববিদ্যালয় ৮টি ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ৪টি) ৯টি বিভাগের ২২ জন ছাত্রছাত্রী ( ১৪ জন ছাত্র ও ৮ জন ছাত্রী) অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয় গুলো হলো- রাজশাহী wek¦we`¨vjq, রাজশাহী, জাহাঙ্গীরনগর wek¦we`¨vjq, ঢাকা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর, জগন্নাথ wek¦we`¨vjq, ঢাকা, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি, সিরাজগঞ্জ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা, ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ,ঢাকা, এবং প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, ঢাকা।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আগামী ১২ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।


2019-12-09-10-41-481634f0cea6b6ea2bbf1dfc25c39747

জীবপ্রযুক্তি বিষয়ক ‘Training on Basic Biotechnology’ প্রশিক্ষণ কোর্সের ৪৯তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন ড. জাহাঙ্গীর আলম, চিফ সায়েন্টিফিক অফিসার ও প্রকল্প পরিচালক, ন্যাশনাল জীন ব্যাংক স্থাপন প্রকল্প, এনআইবি

2019-12-10-09-50-7369e62a99c78dbab57b96d58e99c2d9

জীবপ্রযুক্তি বিষয়ক ‘Training on Basic Biotechnology’ প্রশিক্ষণ কোর্সের ৪৯তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করছেন ড. ইফতেখার আলম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান প্ল্যান্ট বায়োটেকনোলজি বিভাগ, এনআইবি।

2019-12-10-09-52-ab006120697c82b1c7a73ba3f4d9882c

জীবপ্রযুক্তি বিষয়ক ‘Training on Basic Biotechnology’ প্রশিক্ষণ কোর্সের ৪৯তম ব্যাচের তত্ত্বীয়  ক্লাসের একাংশ।2019-12-10-09-54-b9c03e73e66bc2c72e0f12a4f72a63c2

জীবপ্রযুক্তি বিষয়ক ‘Training on Basic Biotechnology’ প্রশিক্ষণ কোর্সের ৪৯তম ব্যাচের তত্ত্বীয় ক্লাসের চিত্র।2019-12-10-09-56-efe4fcc4d030710273ba2e9c5fda70df

জীবপ্রযুক্তি বিষয়ক ‘Training on Basic Biotechnology’ প্রশিক্ষণ কোর্সের ৪৯তম ব্যাচের তত্ত্বীয় ক্লাসের চিত্র।

2019-12-10-10-00-6cdfe896c1b614b6a59fa932a88d64df

জীবপ্রযুক্তি বিষয়ক ‘Training on Basic Biotechnology’ প্রশিক্ষণ কোর্সের ৪৯তম ব্যাচের ব্যবহারিক ক্লাসের চিত্র।

2019-12-10-09-58-203a932727e77a54af3d2fdcedcb6150

জীবপ্রযুক্তি বিষয়ক ‘Training on Basic Biotechnology’ প্রশিক্ষণ কোর্সের ৪৯তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ।