Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জানুয়ারি ২০২০

Basic Biotechnology প্রশিক্ষণ কর্মসূচীর ৫০তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-01-09

জীবপ্রযুক্তি/সংশ্লষ্ট বিষয়ে ৪র্থ বর্ষ / মাস্টার্স এ অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের জন্য “Training on Basic Biotechnology” শীর্ষক ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসুচী গত ০৪ জানুয়ারি ২০২০ তারিখ থেকে ০৯ জানুয়ারি  ২০২০ তারিখ পর্যন্ত এনআইবি’তে অনুষ্ঠিত হল। এবারের প্রশিক্ষণ কর্মসূচিতে ১৪ টি বিশ্ববিদ্যালয়ের (সরকারী বিশ্ববিদ্যালয় ১১টি ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ৩টি) ৮টি বিভাগের ২৩ জন ছাত্রছাত্রী ( ১৬ জন ছাত্র ও ৭ জন ছাত্রী) অংশগ্রহণ করছে।

বিশ্ববিদ্যালয় গুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট,  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা, চট্রগ্রাম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, চট্রগ্রাম এবং তেজগাঁও কলেজ, ঢাকা।

৬ দিনের হাতে- কলমে প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মো. সলিমুল্লাহ, মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. জাহাঙ্গীর আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক, জাতীয় জীন ব্যাংক স্থাপন প্রকল্প, এনআইবি।