জাপান সোসাইটি ফর দি প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) এবং বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-এর মহাপরিচালক অংশগ্রহণ করেন।
উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তির টেকসই ব্যবহারের উপর গুরুত্বারোপ (Innovating for a Sustainable Future: Harnessing Science and Technology to Tackle Emerging Challenges) শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাপান সোসাইটি ফর দি প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) এবং বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিম্পোজিয়াম আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী সিম্পোজিয়ামের ৫টি টেকনিক্যাল সেশনে বাংলাদেশ এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ প্রবন্ধ উপস্থাপন করেন। উক্ত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-এর মহাপরিচালক অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ একটি প্রবন্ধ উপস্থাপন করেন ও ১টি টেকনিক্যাল সেশনে চেয়ারের ভূমিকা পালন করেন।