গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব জিয়াউল হাসান এনডিসি মহোদয় ৮ নভেম্বর ২০২১ তারিখ রোজ সোমবার ন্যাশনাল ইনস্টিটিউট অব বয়োটেকনোলজি (এনআইবি) পরিদর্শন করেন। এসময় তিনি এনআইবি’র বিভিন্ন ল্যাব ঘুরে দেখেন ও চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। একই সাথে এনআইবি’র উন্নয়ন প্রকল্পসমূহের বিভিন্ন সাইট পরিদর্শন করেন পরিদর্শন শেষে কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি এনআইবি’র গবেষক, কর্মকর্তা, প্রকল্প পরিচালকগণের সাথে মতবিনিময় সভায় অংশ নেন ও সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। উক্ত মতবিনিময় সভায় সচিব মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সানোয়ার হোসেন এবং এনআইবি’র মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ।