Wellcome to National Portal
  • NIB-Banner-00
  • Masterplan of Gene Bank New (1)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ এপ্রিল ২০২৫

Study on zoonotic diseases of pets and assessment of risk factors of commonly occurred zoonoses for better management” শীর্ষক একটি গবেষণা প্রকল্পের আওতায় গত ২৮ জুলাই, ২০১৮ রোজ শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কনফারেন্স হল-১ এ দিনব্যাপী “সেনসিটাইজেশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2018-08-05

অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনযাপনেও পরিবর্তন হচ্ছে। পোষা প্রাণীর প্রতি আমাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রুতিতে মানুষ হতে পোষা প্রাণীতে এবং পোষা প্রাণী হতে মানুষে রোগ জীবাণু সংক্রমণের (জুনোটিক ডিজিজ) ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে সচেতন হওয়া জরুরি। কৃষি গবেষণা ফাউন্ডেশন (KGF) এর অর্থায়নে এনিমেল বায়োটেকনোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)তে “Study on zoonotic diseases of pets and assessment of risk factors of commonly occurred zoonoses for better management” শীর্ষক একটি গবেষণা প্রকল্প বাস্তবায়নাধীন আছে। উক্ত গবেষণা প্রকল্পের আওতায় গত ২৮ জুলাই, ২০১৮ রোজ শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কনফারেন্স হল-১ এ দিনব্যাপী “সেনসিটাইজেশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়সহ মানুষ হতে পোষা প্রাণীতে এবং পোষা প্রাণী হতে মানুষে কি কি রোগ জীবাণু সংক্রমণ হতে পারে এবং এদের প্রতিরোধের সম্ভাব্য বিষয়ে আলোচনা করা হয়। পোষা প্রাণী সংক্রান্ত বিভিন্ন এসোসিয়েশন, প্রাইভেট ল্যাব, প্রিন্টমিডিয়াসহ সিটি কর্পোরেশন, বিএআরসি এবং এনআইবি’র প্রতিনিধিবৃন্দ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। উক্ত ওয়ার্কশপে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. সলিমুল্লাহ, মহাপরিচালক, এনআইবি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কাজী মোঃ কমরউদ্দিন, প্রোগ্রাম ডাইরেক্টর (লাইভস্টক এন্ড ফিশারিজ), কৃষি গবেষণা ফাউন্ডেশন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ড. জাহাঙ্গীর আলম, চীফ সায়েন্টিফিক অফিসার এবং প্রধান গবেষক, “Study on zoonotic diseases of pets ....... management” শীর্ষক গবেষণা প্রকল্প। সকলে একমত পোষণ করেন যে, জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। তাছাড়া, পোষা প্রাণীর বিভিন্ন রোগসমূহ সঠিকভাবে নির্ণয়ের জন্য সুযোগ সুবিধার অপ্রতুলতা রয়েছে। তাই পর্যাপ্ত সুযোগ সুবিধার সৃষ্টির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 


DSC_8681

 

DSC_8685

 

DSC_8692

DSC_8717