জীবপ্রযুক্তি/সংশ্লষ্ট বিষয়ে ৪র্থ বর্ষ / মাস্টার্স এ অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের জন্য “Training on Basic Biotechnology” শীর্ষক ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসুচী গত ০৭ ডিসেম্বর ২০১৯ তারিখ থেকে ১২ ডিসেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত এনআইবি’তে অনুষ্ঠিত হল। এবারের প্রশিক্ষণ কর্মসূচিতে ১২ টি বিশ্ববিদ্যালয়ের (সরকারী বিশ্ববিদ্যালয় ৮টি ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ৪টি) ৬টি বিভাগের ২২ জন ছাত্রছাত্রী (এবং ১৪ জন ছাত্র ও ৮ জন ছাত্রী।) অংশগ্রহণ করছে।
বিশ্ববিদ্যালয় গুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর, জগন্নাথ wek¦we`¨vjq, ঢাকা, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি, সিরাজগঞ্জ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা, ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ,ঢাকা, এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ঢাকা।
৬ দিনের হাতে- কলমে প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মো. সলিমুল্লাহ, মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব কেশব চন্দ্র দাস, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, মলিকুলার বায়োটেকনোলজি বিভাগ, এনআইবি।