Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ নভেম্বর ২০২১

মাননীয় সিনিয়র সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন মহোদয়ের এনআইবি পরিদর্শন ও NIB ও LRI, BCSIR এর বিজ্ঞানীদের অংশগ্রহনে Fourth Industrial Revolution (4IR) শীর্ষক মতবিনিময় সভা এনআইবিতে অনুষ্ঠিত হল।


প্রকাশন তারিখ : 2021-05-27

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এবং চামড়া গবেষণা ইনস্টিটিউট, বিসিএসআইআর এর  বিজ্ঞানীদের অংশগ্রহনে “Research Prospective on Fourth Industrial Revolution (4IR) for National Institute of Biotechnology (NIB) and Leather Research Institute (LRI), BCSIR” শীর্ষক মতবিনিময় সভা এনআইবিতে অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মো. আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান, বিসিএসআইআর, মহাপরিচালক, এনআইবি, সদস্য (প্রশাসন), বিসিএসআইআর, সদস্য (উন্নয়ন), বিসিএসআইআর, পরিচালক, এলআরআই এবং প্রকল্প পরিচালক, জাতীয় জীন ব্যাংক স্থাপন প্রকল্প।