Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ নভেম্বর ২০১৯

হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমিত লিভার সিরোসিস রোগীদের মধ্যে জেনেটিক মার্কার অভিব্যক্তির পরিবর্তন অনুসন্ধান

 

প্রধান গবেষকঃ ড. মো. সলিমুল্লাহ, মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি।

সহযোগী গবেষকঃ মোঃ সাদ্দাম হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি।

 

বর্তমানে হেপাটাইটিস সংক্রমণ যা সকলের কাছে জন্ডিস নামে পরিচিত, বাংলাদেশে এক নীরব ঘাতকে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) হিসাব অনুযায়ী, হেপাটাইটিস বি ও সি ভাইরাসে প্রায় এক কোটির বেশি মানুষ আক্রান্ত এবং বেসরকারি হিসেবে হেপাটাইটিসে প্রতি বছর ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় বাংলাদেশে। এখন পর্যন্ত ৫ ধরণের হেপাটাইটিস ভাইরাস সনাক্ত করা হয়েছে যার মধ্যে প্রাণঘাতী হচ্ছে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের সংক্রমণ। আমাদের চলমান প্রকল্পের লক্ষ্য হলো হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমিত লিভার সিরোসিস রোগীদের মধ্যে NF-KB, p53, hsp60, hsp 70 and HLA-A*0301 জীনসমূহের অভিব্যক্তির পরিবর্তন অনুসন্ধান করা।

 


ফিরে যানঃ মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি বিভাগের প্রকল্প                                                                ফিরে যানঃ এনআইবি'র গবেষণা প্রকল্প তালিকা