প্রিন্সিপাল ইনভেস্টিগেটর: জনাব আবু হাশেম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান
ট্যাক পলিমারেজ এনজাইমটি ডিএনএ অ্যামপ্লিফিকেশন এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগ নির্ণয় এবং গবেষণা কাজে প্রতিনিয়ত এনজাইমটি ব্যবহার করা হয়। এনজাইমটি অত্যন্ত ব্যয়বহুল এবং আমদানী করতে হয়। এনজাইমটি গবেষণাগারে উৎপাদনের মাধ্যমে গবেষণা ব্যয় কমানোর পাশাপাশি বিদেশ থেকে আমদানির সময় সাশ্রয় করা সম্ভব হবে। এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গবেষণাগারে স্বল্পব্যয়ে ট্যাক পলিমারেজ এনজাইম উৎপাদন ও ব্যবহার।
ফিরে যানঃ মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি বিভাগের প্রকল্প ফিরে যানঃ এনআইবি'র গবেষণা প্রকল্প তালিকা