শিল্পবর্জ্য-ঘটিত বিষাক্ত ধাতব দূষণ খাদ্যচক্রের মাধ্যমে বায়োম্যাগনিফিকেশন ঘটিয়ে পরিবেশ ও মানবস্বাস্থ্যকে প্রতিনিয়ত হুমকির সম্মুখীন করে তুলছে।কিন্তু এই হেভী মেটাল (ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, লেড) সৃষ্ট দূষণ প্রতিকারে গৃহীত কার্যকরী পদক্ষেপসমূহ নিতান্তই অপ্রতুল। তাই, “অণুজীব প্রয়োগে হেভী মেটাল-সৃষ্ট মাটি ও পানির দূষণ প্রশমন” একটি সময়োপযোগী প্রয়াস।
চলমান কার্যাবলী :
হেভী মেটাল দূষিত এলাকা চিহ্ণিতকরণের পাশাপাশি নমুনা সংগ্রহ ও দূষণের মাত্রা নিরূপনের কাজ চলমান রয়েছে।
ফিরে যানঃ এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি বিভাগের প্রকল্প ফিরে যানঃ এনআইবি'র গবেষণা প্রকল্প তালিকা