টিউলিপ (বৈজ্ঞানিক নাম: Tulipa) অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রকার ফুল উৎপাদনকারী উদ্ভিদ। এটি বাগানে কিংবা কাট ফ্লাওয়ার হিসেবে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা হয়। ফুলদানীতে সাজিয়ে রাখার জন্য এর আবেদন অনন্য। বর্ষজীবি ও কন্দযুক্ত প্রজাতির এ গাছটি লিলিয়াসিয়ে পরিবারভূক্ত উদ্ভিদ। টিউলিপের প্রায় ১৫০ প্রজাতি এবং এদের অসংখ্য সংকর রয়েছে। বিভিন্ন ধরণের হাইব্রিডসহ টিউলিপের সকল প্রজাতিকেই সাধারণভাবে টিউলিপ নামে ডাকা হয়। টিউলিপ মূলত বর্ষজীবি ও শীতপ্রধান দেশের বসন্তকালীন ফুল হিসেবে পরিচিত। এটি মুকুল থেকে জন্মায়। টিউলিপ এখনো বাংলাদেশে চাষ করা হয় না। উচ্চমুল্যের এই ফুলের বাণিজ্যিক চাষের উদ্যেশ্যে বাংলাদেশের জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে টিউলিপ ফুলের জাত উদ্ভাবন করতে এনআইবি-তে একটি গবেষণা প্রকল্প শুরু করা হয়েছে।
বর্তমান কার্যক্রম
প্রিন্সিপাল ইনভেস্টিগেটর: ড. ইফতেখার আলম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
প্রকল্পের মেয়াদঃ ২০১৬-২০২০
ফিরে যানঃ প্ল্যান্ট বায়োটেকনোলজি বিভাগের প্রকল্প ফিরে যানঃ এনআইবি'র গবেষণা প্রকল্প তালিকা