বাংলাদেশে বিদ্যমান দেশীয় জাতসমূহ স্থানীয় আবহাওয়া ও প্রতিকূল পরিবেশে অভিযোজনক্ষম, স্বল্প পুষ্টি ও সহজে ব্যবস্থাপনাযোগ্য, স্থানীয় রোগবালাই ও পরজীবী প্রতিরোধক্ষম ইত্যাদি বৈশিষ্ট্যের অধিকারী। দেশীয় এই জাতগুলো এবং এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হারিয়ে গেলে যেকোন সময় যেকোন প্রতিকূল অবস্থার মুখোমুখি হয়ে প্রাণিসম্পদ হঠাৎ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে। ক্রমাগত অপরিকল্পিত সংকরায়নের ফলে প্রকৃত স্থানীয় জাতগুলো ক্রমবিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের স্থানীয় জাতের গবাদিপশু ও পোল্ট্রির গাঠনিক ও জীনগত বৈশিষ্ট্যায়ন ও জৈব নমুনা সংরক্ষনের মাধ্যমে খাদ্য ও কৃষির টেকসই ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে গবেষণা কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।
চলমান কার্যক্রমঃ এনিমেল জেনেটিক রিসোর্স সমৃদ্ধ এলাকা হতে জৈব নমুনাসহ বাহ্যিক বৈশিষ্ট্যগত তথ্য সংগ্রহ, ডিএনএ পৃথকীকরন, পিসিআর, (প্রাইমার: 12srRNA এবং সাইটোক্রোম সি অক্সিডেস I (COI), সিকোয়েন্সিং, মেটাজেনমিক সিকোয়েন্সিং, বারকোডিং এবং ডেটা বিশ্লেষণ।
ছবি ১: স্থানীয় জাতের হাঁস, গরু ও মুরগির নমুনা সংগ্রহ
ছবি ২: ডিএনএ পৃথকীকরণ ও পিসিআর কার্যক্রম