Wellcome to National Portal
  • NIB-Banner-00
  • Masterplan of Gene Bank New (1)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জুলাই ২০১৫

বাংলাদেশীদের মধ্যে হিট শক প্রোটিন৭০ (HSP70) সংশ্লিষ্ট জেনেটিক ভ্যারিয়েণ্ট এর সাথে টাইপ ২ ডায়াবেটিস ম্যালাইটাস এর সংশ্লিষ্টতা নির্ণয়

বাংলাদেশে টাইপ ২ ডায়াবেটিস ম্যালাইটাস (T2DM)রোগীর সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা থেকে এটা ধারনা করা হয় যে বর্তমান আধুনিক এবং নাগরিক জীবনের বিভিন্ন পীড়নের (Stress) সাথে এর সংশ্লিষ্টতা রয়েছে। আর এই পীড়নের সাথে খুব বেশি উচ্চারিত নাম হিট শক প্রোটিন (HSP)। তাই বিভিন্ন প্রকার হিট শক প্রোটিন এর মধ্যে বাংলাদেশীদের হিট শক প্রোটিন৭০ (HSP70) এর জেনেটিক ভ্যারিয়েণ্ট পর্যবেক্ষণ এবং পরবর্তী জীবনে ডায়াবেটিস এর ঝুঁকির সাথে উল্লেখিত ভ্যারিয়েণ্ট এর  সম্পর্ক নির্ণয় এই গবেষণা প্রকল্পের উদ্দেশ্য।