Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st অক্টোবর ২০২৪

পোল্ট্রিতে রোগ সৃষ্টিকারী এবং ড্রাগ-প্রতিরোধী ই. কোলাই এর প্রাদুর্ভাব কমাতে ও এন্টিবায়োটিকের পরিবর্তে জৈবনিয়ন্ত্রক হিসেবে ব্যাকটেরিওফাজ এর ব্যবহার।

বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে পোল্ট্রির গ্রোথ প্রমোটার হিসেবে, ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধ বা চিকিৎসার জন্য অনিয়ন্ত্রিতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে। ফলশ্রুতিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাক্টেরিয়া উদ্ভূত হচ্ছে। E. coli, Salmonella spp, Staphylococcus spp.  Campylobacter spp. ইত্যাদি হল পোল্ট্রি থেকে সনাক্ত করা সবচেয়ে সাধারণ ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়াগুলি ইতোমধ্যেই পোল্ট্রিতে ব্যবহৃত প্রায় সমস্ত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে পড়েছে। এমনকি বাংলাদেশ থেকেও প্রাণিসম্পদ খাতে মাল্টি ড্রাগ-প্রতিরোধী (MDR) ব্যাক্টেরিয়ার রিপোর্ট পাওয়া গেছে। তাই, পোল্ট্রিতে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ন্ত্রণে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি ব্যাকটেরিওফাজ পৃথক, বিশ্লেষণ এবং প্রয়োগ করার জন্য গবেষণা প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। 

 

চলমান কার্যক্রমঃ হোস্ট ব্যাকটেরিয়া পৃথকীকরণ, হোস্ট ব্যাক্টেরিয়ার এন্টিবায়োটিক সেনসিটিভিটি পরীক্ষা, ড্রাগ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যাক্টেরিওফাজ পৃথকীকরণ ও পিউরিফিকেশন, স্ক্রীনিং (হোস্ট রেঞ্জ এনালাইসিস ,স্পট টেস্ট, লাইটিক অ্যাক্টিভিটি এবং EOP), স্ট্যাবিলিটি চরিত্রায়ণ (অপটিমাম MOI তাপমাত্রা, পিএইচ, সোডিয়াম ক্লোরাইড, ক্লোরোফর্ম), জিনোম সিকোয়েন্সিং, ডেটা বিশ্লেষণ, বায়োকন্ট্রোল পরীক্ষা (ইন ভিট্রো)।