Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুলাই ২০১৫

ধান চাষের জন্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জীবাণুসার উদ্ভাবন ও উৎপাদন

ধান চাষে রাসায়নিক ইউরিয়া সারের ব্যবহার অত্যন্ত ব্যয়বহুল। তাছাড়া, জমিতে প্রয়োগের পরে ডিনাইট্রিফিকেশন ও উদ্বায়ী বৈশিষ্ট্যের কারণে এর কার্যকারিতা যথেষ্ট হ্রাস পায়। তদুপরি, জমিতে ইউরিয়ার দীর্ঘমেয়াদি ব্যবহারে মাটির জৈব পদার্থ হ্রাসকরণ, গ্রীন হাউজ গ্যাস যথা নাইট্রাস অক্সাইড (N2O) উৎপাদন ও নাইট্রেট (NO3-) লিচিং এর মাধ্যমে পানির দূষণ ঘটে বিধায় পরিবেশে বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়। এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে এই বিভাগের গবেষকগণ ধান চাষে রাসায়নিক ইউরিয়া সারের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও মূল্য সাশ্রয়ী নাইট্রোজেন (N2) সংবন্ধনকারী জীবাণুসার উদ্ভাবনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

চলমান কার্যাবলী :

 

  • দেশের বিভিন্ন এগ্রো-ইকোলজিকাল অঞ্চলের পাঁচটি জেলা (গাজীপুর, হবিগঞ্জ, ফেনী, বরিশাল ও রাজশাহী) থেকে ধান গাছের শিকড় ও তদসংলগ্ন মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে।
  • সংগৃহীত নমুনাসমূহকে বিভিন্ন উপায়ে প্রক্রিয়াজাত করে গবেষণার উপযোগী করা হয়েছে।

 

 


ফিরে যানঃ এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি বিভাগের প্রকল্প                                                                                  ফিরে যানঃ এনআইবি'র গবেষণা প্রকল্প তালিকা