Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুলাই ২০১৫

ইলিশ মাছের ক্যারিওটাইপ নির্ণয়

সময়: জুলাই ২০১৪-ডিসেম্বর ২০১৫

অর্থায়নঃ ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি

ইলিশ বাংলাদেশের খাদ্যচাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ক্যারিওটাইপের মাধ্যমে ইলিশের ক্রোমোজোম সংখ্যা, গঠন বিন্যাস সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যাবে যা জিনতাত্ত্বিক গবেষণার মূল ভিত্তি হিসেবে কাজ করবে। ইলিশের জীবনচক্র, বিবর্তন, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত ইলিশের স্বাদগত ভিন্নতার কারণ ইত্যাদি সম্পর্কে আরো পরিষ্কার ধারণা লাভের পথ সুগম হবে। এই লক্ষ্যে ইলিশ মাছের ক্যারিওটাইপ নির্ণয়ের  জন্য  এই  গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

চলমান কার্যক্রম

 

১. মাছের লিভার,কিডনি, প্লীহা এবং গিল টিস্যু থেকে সেল তৈরি

২. স্লাইড তৈরি

৩. মাইক্রোস্কোপে ক্রোমোজোম পর্যবেক্ষন

 


ফিরে যানঃ ফিশারিজ বায়োটেকনোলজি বিভাগের প্রকল্প                                                                                  ফিরে যানঃ এনআইবি'র গবেষণা প্রকল্প তালিকা