এনআইবি রিসার্চ ফেলোশিপ (পোস্ট ডক্টরাল )
ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি প্রতিবছর সীমিত সংখ্যক পোস্ট ডক্টরাল ফেলোশিপ প্রদান করে থাকে। এসংক্রান্ত তথ্য বর্তমান সুযোগসমুহ পাতায় ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
আইসিজিইবি পোষ্ট-ডক্টরাল ফেলোশিপ
ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি বাংলাদেশে ইন্টারন্যশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (ICGEB) এর এফিলিয়েটেড সেন্টার হিসেবে ICGEB কর্তৃক প্রদত্ত ফেলোশিপ প্রাপ্তিতে সমন্বয়কের ভুমিকা পালন করে থাকে।
বিভিন্ন ধরনের ICGEB ফেলোশিপ এর বিস্তারিত এই http://www.icgeb.trieste.it/fellowships.html লিংকে পাওয়া যাবে।
উল্লেখ্য যে, লিয়াজোঁ অফিসারের এন্ডোর্সমেন্ট ব্যাতীত ICGEB আবেদনপত্র গ্রহণ করে না। যথাযথভাবে তৈরী করা আবেদন পত্রের এক কপি প্রথমে ICGEB প্রেরণ করতে হবে। একইসাথে অপর কপি এন্ডোর্সমেন্ট এর জন্য লিয়াজোঁ অফিসারের কাছে প্রেরণ করতে হবে।
এনআইবি’র মহাপরিচালক আইসিজিইবি এর লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ।