Wellcome to National Portal
  • NIB-Banner-00
  • Masterplan of Gene Bank New (1)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ সেপ্টেম্বর ২০২১

পিএইচডি ফেলোশিপ

ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি বর্তমানে সরাসরি পিএইচডি ফেলোশিপ প্রদান করে না। তবে বাংলাদেশে ইন্টারন্যশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (ICGEB) এর এফিলিয়েটেড সেন্টার হিসেবে ICGEB কর্তৃক প্রদত্ত ফেলোশিপ প্রাপ্তিতে সমন্বয়কের ভুমিকা পালন করে থাকে।

বিভিন্ন ধরনের  ফেলোশিপ এর বিস্তারিত এই http://www.icgeb.trieste.it/fellowships.html লিংকে পাওয়া যাবে ।

উল্লেখ্য যে, লিয়াজোঁ অফিসারের এন্ডোর্সমেন্ট ব্যাতীত ICGEB আবেদনপত্র গ্রহণ করে না। যথাযথভাবে তৈরী করা আবেদন পত্রের এক কপি প্রথমে ICGEB প্রেরণ করতে হবে। একইসাথে অপর কপি এন্ডোর্সমেন্ট এর জন্য লিয়াজোঁ অফিসারের কাছে প্রেরণ করতে হবে।