Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মার্চ ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন


প্রকাশন তারিখ : 2022-03-17

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকীতে ন্যাশনাল ইনিস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)’র পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।

 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে এনআইবি’তে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শিশু-কিশোরদের জন্য শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন,  বঙ্গবন্ধু বিষয়ে  প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও কেককাটা। খুদে সোনামনিরা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে এবং বড় হয়ে  বঙ্গবন্ধুর মত আদর্শবান হওয়ার ইচ্ছাপোষণ করে। উক্ত অনুষ্ঠানে এনআইবির কর্মকর্তাবৃন্দ জাতির পিতার জীবনী ও কর্মকান্ডের উপর আলোকপাত করেন। পরে শিশুকিশোরদের সাথে নিয়ে  কেক কাটা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. সলিমুল্লাহ, মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং সভাপতিত্ব করেন ড. জাহাঙ্গীর আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক, জাতীয় জীন ব্যাংক স্থাপন প্রকল্প, এনআইবি।