জীবপ্রযুক্তি বিষয়ক শিক্ষা, গবেষণা ও জীবপ্রযুক্তি ভিত্তিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং জীবপ্রযুক্তি বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে জীবপ্রযুক্তি বিষয়ক বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এর ব্যবস্থাপনায় দেশে প্রথমবারেরমত ৭ ও ৮ সেপ্টেম্বর, ২০১৮ দুই দিন ব্যাপী‘জাতীয় জীবপ্রযুক্তি মেলা ২০১৮’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার , বিজয় সরণি, ঢাকাতে অনুষ্ঠিত হয়।মেলার উদ্বোধনী, সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
প্রধান অথিতির বক্তৃতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশের পথে এগিয়ে চলছে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির স্পর্শে সারা দেশ বদলে গেছে। বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সম্ভাবনা অফুরান। জীবপ্রযুক্তির জ্ঞানকে চর্চা করতে হবে নতুবা আমরা পিছিয়ে পড়বে।
মন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্টলের ৩ টি ক্যাটাগরিতে ৯ জন, পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার ২ টি ক্যাটাগরিতে ৬ জন,বায়োটেকনোলজি বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় ৩ জন, ৩ মিনিটে উপস্থাপন প্রতিযোগিতা ৩ জন এবং বায়োইনফরমেটিক্স প্রোগ্রামিং প্রতিযোগিতা ১ জনসহ মোট ২২ জন বিজয়ীর মাঝে পুরস্কার প্রদান করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ আনোয়ার হসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মোঃ আবুল কালাম আজাদ, কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসিরুজ্জামান এবং এনআইবি এর মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ।
মেলায় বাংলাদেশের ২৪ টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২০০ ছাত্র/ ছাত্রী সহ জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান, স্কুল/কলেজ/, শিল্প, ব্যবসা ও সেবা প্রতিষ্ঠানস, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং স্ব-শিক্ষিত গবেষকগন ৭০ টি স্টলে তাদের কার্যক্রম প্রদর্শন করেন। দিন ব্যাপী এই মেলার অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে জীবপ্রযুক্তির জনপ্রিয় বিষয়ে উপস্থাপনা, গোল টেবিল বৈঠক (বাংলাদেশে জীবপ্রযুক্তি গবেষণা: চ্যালেঞ্জ ও করণীয়, জীবপ্রযুক্তি শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান: সম্ভাবনা ও করণীয়), পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা (গবেষণা ও জনসচেতনতামূলক), বায়োটেকনোলজি বিজনেস আইডিয়া প্রতিযোগিতা, গবেষণা থিসিস ৩ মিনিটে উপস্থাপন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বায়োইনফরমেটিক্স প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছিলেন। তারা মেলার বিভিন্ন কার্যক্রম নিজ নিজ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচার করেন।
মেলা সম্পর্কিত খবর দেখতে ক্লিক করুন
বৈশাখী টিভি
https://www.youtube.com/watch?v=5rt4B_xMCws&feature=share
চ্যানেল ৯
https://www.youtube.com/watch?v=08M4QoPFaaM
যমুনা টিভি
https://www.youtube.com/watch?v=WWcSSGHIqnY
দৈনিক জনকণ্ঠ
http://www.dailyjanakantha.com/details/article/370491
দৈনিক ইত্তেফাক
http://www.ittefaq.com.bd/national/2018/09/07/170008.html
দৈনিক ভোরের কাগজ
http://www.bhorerkagoj.com/print-edition/2018/09/08/210402.php
সমকাল
http://samakal.com/todays-print-edition/tp-khobor/article/18091774
সংবাদপ্রতিদিন
http://www.protidinersangbad.com/environment/138552
আলোকিত বাংলাদেশ (উদ্বোধনী) সমাপনী
http://www.alokitobangladesh.com/todays/details/270273/2018/09/09
আলোকিত বাংলাদেশ (সমাপনী)
http://www.alokitobangladesh.com/todays/details/270273/2018/09/09
বাংলা ট্রিবিউন
http://www.banglatribune.com/national/news/361567
দৈনিক আজাদী
সাস্ট নিউজ ২৪
http://sustnews24.com/news/17365/
বাংলা নিউজ ২৪
http://www.banglanews24.com/national/news/bd/673564.details
ডি দেইলি কেম্পাস
https://www.thedailycampus.com/nonformal/13307
ঢাকা নিউজ ২৪
জাগো নিউজ২৪
https://www.jagonews24.com/national/news/449567
বিডি নিউজ২৪
https://bangla.bdnews24.com/media_bn/article1537334.bdnews