ছবিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন মহোদয় পরিচালনা বোর্ডের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রীয় বেসামরিক সর্বোচ্চ স্বীকৃতি ‘স্বাধীনতা পদক-২০১৯’ এ ভূষিত হওয়ায় এনআইবি’র পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসিনা খান মহোদয়কে অভিনন্দন জানাচ্ছেন। এ সময় এনআইবি'র মাননীয় মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ, পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন ও প্রফেসর ড. মো: ইমদাদুল হক এবং এনআইবি'র প্রশাসনিক কর্মকর্তা জনাব মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।