Wellcome to National Portal
  • NIB-Banner-00
  • Masterplan of Gene Bank New (1)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২৫

প্রশাসন ও হিসাব শাখা

 

প্রশাসন শাখা

 

প্রশাসন শাখা প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনায় নিয়োজিত। এসমস্ত কার্যক্রমের মধ্যে রয়েছে নথিপত্র  ব্যবস্থাপনা, চিঠিপত্র ব্যবস্থাপনা (বিভিন্ন পত্র, নোটিশ, অফিস আদেশ, বিজ্ঞপ্তি ইত্যাদি) ক্রয় কার্যক্রম ব্যবস্থাপনা (সাধারন ক্রয়, সীমিত দরপত্রের মাধ্যমে ক্রয় এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয়), স্থাপনা ও ভান্ডার রক্ষণাবেক্ষণ, বাগান ও পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থাপনা, জনবল নিয়োগ কার্যক্রম পরিচালনা, গ্রন্থাগার ও তথ্যসেবা প্রদান প্রভৃতি।

 

এছাড়া মন্ত্রণালয়সহ দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সহিত তথ্য আদান-প্রদান, প্রতিষ্ঠানের হিসাব শাখাসহ অন্যান্য বিভাগের সার্বিক কাজে সহাযোগিতা প্রদান ও সমন্বয় সাধন, বিভিন্ন সভা আয়োজন (মাসিক সমন্বয় সভা, পরিচালনা বোর্ড সভা, টেন্ডার কমিটির সভা, নিয়োগ কমিটি সভা) এবং অন্যান্য ওয়ার্কশপ, সেমিনার ও কনফারেন্স আয়োজন করাসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পাদন করে থাকে।

 

নীচের লিংকগুলি হতে প্রশাসন শাখা থেকে প্রাপ্ত সেবাসমুহের আবেদন প্রত্র ডাউনলোড করা যাবে (কেবলমাত্র আভ্যন্তরীণ ব্যবহারের জন্য)।

 

 

 


প্রাসঙ্গিক ডকুমেন্টস

কর্মচারীগণের অফিস আসবাব সরঞ্জাম, স্টেশনারি, ক্রোকারিজ, সংবাদপত্র ও ম্যাগাজিন প্রপ্যতার প্রাধিকার পুনোনির্ধারণ সংক্রান্ত সরকারী প্রজ্ঞাপন

 

 

 

 


হিসাব শাখা

হিসাব শাখা প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনায় নিয়োজিত। নীচের লিংকগুলিতে এই শাখার সেবার ডকুমেন্টস ডাউনলোড করা যাবে (কেবলমাত্র আভ্যন্তরীণ ব্যবহারের জন্য)।

 

 

 

 


কর্মকর্তাবৃন্দ


Mahfuzমাহফুজুর রহমান
প্রশাসনিক কর্মকর্তা
ইমেইলঃ mahfujurms@gmail.com
 

 

Siddikur%20Rahmanমো: সিদ্দিকুর রহমান
হিসাব কর্মকর্তা
ইমেইলঃ siddik@nib.gov.bd