মেলায় জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রযুক্তি, পণ্য (টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত চারা, শিল্পে ব্যবহৃত বিভিন্ন ধরনের বায়োকেমিক্যালস, প্রোবায়োটিকস, ফিশ ফিড, এনিমেল ফিড, জীবপ্রযুক্তির মাধ্যমে উৎপাদিত খাদ্য ও পানীয়, ডায়াগনস্টিক কীট, ঔষধ, প্রতিষেধক, ইত্যাদি), জীবপ্রযুক্তি গবেষণায় ব্যবহৃত যন্ত্রপাতি (শুধুমাত্র ছোট আকৃতির), কেমিক্যালস, ব্যবহার্য সামগ্রী, পুস্তক, ইত্যাদি, জীবপ্রযুক্তির সাথে সংশ্লিষ্ট সেবা প্রদান বিষয়ে প্রচারণা, জীবপ্রযুক্তি গবেষণায় প্রাপ্ত পদ্ধতি ইত্যাদি প্রদর্শিত হবে। এই মেলায় সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের অংশগ্রহনের সুযোগ আছে।
মেলায় স্টল বরাদ্দ পাবার জন্য আবেদন ফরম (WORD) পেতে এখানে ক্লিক করুন
মেলায় স্টল বরাদ্দ পাবার জন্য আবেদন ফরম (PDF) পেতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ : ১২/০৮/২০১৮
পূরণকৃত স্টল বরাদ্দ প্রাপ্তি ফরম প্রেরণের ইমেইল: nibbiotechfair2018@gmail.com
মেলায় প্রতিষ্ঠানের নামফলকযুক্ত স্টলে (৮’×৮’) টেবিল ১ টি, চেয়ার ৪ টি, বৈদ্যুতিক সংযোগ, টিউবলাইট, ওয়েষ্ট বাস্কেট ইত্যাদি সুবিধা প্রদান করা হবে। স্টল বরাদ্দের জন্য কোন ফি প্রদান করতে হবে না।
স্টল বরাদ্দ সংক্রান্ত যেকোন প্রয়োজনে সার্বিক সহযোগিতায়:
সজীব দে, ০১৭ ৪৪ ৯২৮ ১৯২, nibbiotechfair2018@gmail.com
শিরিন সুলতানা ০১৭ ৩৭ ৩৭২ ৩৩৩
ড. ইফতেখার আলম, ০১৭ ৭৯ ১৯৮০ ৩৫।