ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জীবপ্রযুক্তি বিষয়ে বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর প্রশাসনাধীন এই প্রতিষ্ঠান জীবপ্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কৃষি, চিকিৎসা, পরিবেশ এবং শিল্প ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে দেশের দারিদ্র বিমোচনসহ টেকসই উন্নয়ন কৌশল উদ্ভাবন করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এই ওয়েব সাইটে বাংলা ও ইংরেজী উভয় ভাষায় এনআইবি'র লক্ষ্য, উদ্দেশ্য, সময়াবদ্ধ পরিকল্পনার আলোকে গবেষণা ও উন্নয়নমুলক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া গবেষক, শিক্ষক ও ছাত্রছাত্রীদের এনআইবির সাথে কাজ করার সুযোগ, এবং ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রাপ্তিতে সহয়তার বিষয়ে প্রয়োজনীয় তথ্য দেয়া আছে।